Barak UpdatesCultureBreaking News
৫০-এ পা পূবালীর, কোভিড শঙ্কা কাটলেই আয়োজন
১৯ সেপ্টেম্বর : বরাক উপত্যকার সাংস্কৃতিক অঙ্গনে এক দীর্ঘ পথ পেরিয়ে পঞ্চাশে পা রাখল পূবালী। সুবর্ণজয়ন্তী বর্ষ হলেও কোভিড পরিস্থিতির জন্য এখনই কোনও অনুষ্ঠান আয়োজনে যাচ্ছে না সংস্থা। যা হবে সবই ভার্চুয়াল মাধ্যমে। আগামী কিছুদিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হলে ক্রমান্বয়ে অনুষ্ঠান আয়োজন করা হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন পূবালীর কর্মকর্তারা।
১৯৭২ সালের ৩০ জুন শিলচর শহরের বুকে আত্মপ্রকাশ করে সাংস্কৃতিক সংগঠন পূবালী। জন্মলগ্নে পূবালীর সদস্যদের মধ্যে অগ্রগণ্য ছিলেন দিলু ধর, টুকু ব্যানার্জি, শ্যামল সেন, গোপাল সেনগুপ্ত, অসিতবরণ চক্রবর্তী, রুপু চন্দ, আশিস চক্রবর্তী, অজিত মিত্র, সুবল দেব প্রমুখ। পূবালীর কর্মকর্তারা এ দিন এমন অনেকের কথাই উল্লেখ করেছেন। পূবালীর যুগ্ম সম্পাদক (প্রশাসন) প্রণব কল্যাণ দে বলেন, জন্ম থেকেই সুস্থ সংস্কৃতির প্রচার প্রসারে লড়াই চালিয়ে যাচ্ছে তাদের সংস্থা। এ বার সুবর্ণ জয়ন্তী বর্ষে অনেক কিছু করার ইচ্ছে থাকলেও কোভিড প্রটোকলের জন্য এখনই অনুষ্ঠান না করে কয়েকদিন পিছিয়ে অনুষ্ঠান হবে।
সংস্থার উপদেষ্টা সুব্রত ভট্টাচার্য বলেছেন, করোনার শঙ্কা কাটলে সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে শোভাযাত্রা বের করা হবে। একটি নাট্যানুষ্ঠানেরও আয়োজন করা হবে। স্মরণিকা প্রকাশের পাশাপাশি শহরের সাংস্কৃতিক জগতের বিশিষ্টদের সম্মান প্রদর্শন করা হবে। তবে করোনা চললেও খুব শীঘ্রই ভার্চুয়ালি একটি আলোচনা সভার আয়োজন করা হবে বলে জানান তিনি। এ দিন সংস্থার পক্ষে সভাপতি শ্যামল সেন, সহ সভাপতি সুশীল কুমার বণিক, সম্পাদক নিশিথ চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক সোমা বর্মণ প্রমুখ উপস্থিত ছিলেন।