NE UpdatesAnalyticsBreaking News
৪৮ ঘণ্টায় রংবদল ! কংগ্রেসে গিয়েও ফের বিজেপিতে তিতাবরের নেতা
যোরহাট, ২৯ আগস্ট ঃ গত কয়েকদিন থেকে ব্যাপক চর্চার মধ্যে এসেছে তিতাবর পুরসভা। পুরসভার উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় মাঠে নামলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। বিষয়টিতে হস্তক্ষেপ করে দল ছেড়ে যাওয়া সদস্যকে পুনরায় বিজেপিতে ফিরিয়ে আনলেন। ক্ষমতার জন্য রাজনীতিতে যে সব সম্ভব, তা প্রমাণ করলেন বিজেপি নেতা রাজীব দত্ত।
কংগ্রেসে যোগদান করার দুদিন পর পুনরায় বিজেপিতে ফিরে এলেন রাজীব। গতকালই তিনি ছিলেন কংগ্রেসে। কিন্তু মঙ্গলবার মন্ত্রী পীযুষ হাজরিকার উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগদান করেন। এ ব্যাপারে মন্ত্রী হাজরিকা বলেন, ঘরের ছেলে পুনরায় ঘরে ফিরে এসেছেন। অপর পুর সদস্য নীপা লাহনও বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেছিলেন। জানা গেছে, তিনি আগামী বুধবার বিজেপিতে যোগদান করবেন।
উল্লেখ্য, রবিবার তিতাবর পুরসভার দু’জন বিজেপি কমিশনার কংগ্রেসে যোগদান করেন। এতে সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তিতাবর পুরসভা কংগ্রেসের দখলে চলে যায়। কংগ্রেসের পুরসভার বোর্ড গঠন করাটা একপ্রকার নিশ্চিত হয়ে যায়। প্রসঙ্গত, তিতাবর পুরসভার ১০টি ওয়ার্ডের মধ্যে বিজেপির দখলে ছিল ৬টি আসন। আর কংগ্রেসের পক্ষে ছিল ৪টি। কিন্তু দুজন বিজেপি থেকে কংগ্রেসে যোগদান করায় কংগ্রেসের আসন সংখ্যা ৬ হয়ে যায়। বিজেপির দখলে থাকে ৪টি আসন। সে অনুযায়ী বিজেপি সংখ্যালঘু হয়ে পড়েছিল। কিন্তু দু’দিনের মধ্যেই দলত্যাগীরা ফিরে যাওয়ায় ফের সংখ্যাগরিষ্ঠ হয়ে পড়ে বিজেপি।