NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News

৩১ মার্চ পর্যন্ত সিঙ্গল শিফট ট্রান্সমিশন, তারপরই বন্ধ শিলচর দূরদর্শন

২৩ সেপ্টেম্বর : দেশের ৪১২টি অ্যানালগ ট্রান্সমিটারের সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে শিলচর দূরদর্শন কেন্দ্রের অধীনে থাকা তিনটি ট্রান্সমিটার। অর্থাৎ আগামী বছরের ৩১ মার্চ বন্ধ হয়ে যাচ্ছে শিলচর দূরদর্শন কেন্দ্র। তবে তার আগে পর্যন্ত সপ্তাহের ৭ দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিঙ্গল শিফট ট্রান্সমিশন থাকবে শিলচর দূরদর্শন কেন্দ্রে। এই সময়ের বাইরে কোনও সম্প্রচার হবে না এই কেন্দ্র থেকে। ফলে বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শিলচর কেন্দ্র থেকে যে স্থানীয় অনুষ্ঠান প্রচার করা হতো, তাও কমে গিয়ে বিকেল ৫টা পর্যন্তই চলবে।

Rananuj

প্রসার ভারতীর দিল্লির দূরদর্শন ভবন থেকে এক নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে, চলতি বছরের আগামী ৩১ অক্টোবর দেশের মোট ১৫২টি ডিডি অ্যানালগ টেরেস্ট্রিয়াল টিভি ট্রান্সমিটার (এটিটি) বন্ধ করে দেওয়া হবে। এরপর ৩১ ডিসেম্বর বন্ধ হবে আরও ১০৯টি ট্রান্সমিটার। বাকি ১৫১টি ট্রান্সমিটার বন্ধ করে দেওয়া হবে আগামী বছরের ৩১ মার্চ। এই ১৫১টি ট্রান্সমিটারের মধ্যে উত্তরপূর্বের ৪৩টি রয়েছে। এর মধ্যে আবার আসামেরই রয়েছে ১৪টি। শিলচর থেকে যে তিনটি ট্রান্সমিটার চলছে তার মধ্যে দুটি শিলচর দূরদর্শন কেন্দ্র থেকে ডিডি নিউজ ও ডিডি আসাম এবং অন্যটি হাফলঙের। শিলচরের দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন হলেও হাফলঙের ট্রান্সমিটারটি নিম্ন ক্ষমতা সম্পন্ন। অন্যদিকে নির্দেশে এও বলা হয়েছে, দেশের জম্মু ও কাশ্মীর, লাদাখ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ ও সিকিমে যে ৫৪টি ট্রান্সমিটার রয়েছে, সেগুলো আপাতত বন্ধ হচ্ছে না।

বরাক উপত্যকা একটি প্রান্তিক অঞ্চল হওয়ার জন্য এখান থেকে একটি দূরদর্শন কেন্দ্র খোলা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল এখানকার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষের কৃষ্টি-সংস্কৃতি যাতে সারা দেশে প্রচার করা যায়। তাছাড়া সরকারি একাধিক প্রকল্পের সুযোগ-সুবিধা যাতে মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া সম্ভব হয়, সেদিকেও বিশেষ খেয়াল রাখা হয়েছিল। কিন্তু এখন হঠাত করে শিলচর থেকে ট্রান্সমিটারটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই তা আর হয়ে উঠছে না। এর পাশাপাশি এ অঞ্চলে বাংলাদেশ টেলিভিশনেরও একটা বড় দর্শক ছিলেন। শিলচর কেন্দ্র চালু হওয়ার পর সে দেশের টিভি চ্যানেলের প্রতি মানুষের ঝোঁক অনেক কমে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker