Barak UpdatesAnalyticsBreaking News
২ ডিসেম্বর থেকে শিক্ষক-কর্মচারীদের খেলার আসর
ওয়ে টু বরাক, ৪ নভেম্বর : সারা আসাম প্রাথমিক শিক্ষক সংস্থার শিলচর শাখার ব্যবস্থাপনায় এবং শিলচর জেলা কর্মচারী পরিষদের সহযোগিতায় আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আসাম গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড টিচার্স ইউনাইটেড গেমসের পঞ্চম সংস্করণ। পঞ্চম মরশুমের এই খেলায় রাজ্য সরকারের আওতাধীন সব বিভাগের পুরুষ ও মহিলা কর্মচারী ও শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই গেমসে ক্রিকেটের সঙ্গে ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারাম ও দাবা খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, এই খেলাটি ২০১৭ থেকে অনুষ্ঠিত হওয়া টিচার্স ইউনাইটেড গেমসের সম্প্রসারিত সংস্করণ।
এ উপলক্ষে আগামী ৬ নভেম্বর রবিবার বেলা সাড়ে ১১টায় উন্নয়ন ভবনের পাশে চা বাগান ছাত্রাবাসে থাকা শিলচর জেলা কর্মচারী পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এই সভায় সব বিভাগের সব সংস্থার সভাপতি, সম্পাদক ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক সব সরকারি কর্মচারীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সংস্থার সভাপতি মনোতোষ দেব ও সম্পাদক দীপায়ন পাল।