Barak UpdatesBreaking News
ভুল পোস্টারেই জনপ্রিয় কানিশাইলের গৌরী রায়
২ ডিসেম্বর: কংগ্রেস প্রার্থী, পোস্টারে দলের নাম লিখেছেন কংরেছ। প্রার্থীও নন, তিনি নাকি পাত্রী। আর ভোটটা তার কাছে বুট। এই পোস্টারই এ বার পঞ্চায়েত নির্বাচনে চর্চার কেন্দ্রে। করিমগঞ্জ জেলার কানিশাইল-শরিফনগর পঞ্চায়েত সভাপতি পদপ্রার্থীর নামে এই পোস্টার সোশ্যাল মিডিয়ার সুবাদে চারদিকে ছড়িয়ে পড়েছে। জাতীয় দলের প্রার্থীর বানান বোধ, শিক্ষাদীক্ষা নিয়ে চলছে নানা মন্তব্য। পুরো পঞ্চায়েত এলাকা ঘুরে অবশ্য কোথাও ভুল বানানের পোস্টারটি নজরে পড়েনি। স্থানীয় বিজেপি কর্মীরা বললেন, ৭ নং ওয়ার্ডে বেশ কিছু লাগানো হয়েছিল। সমালোচনা হতেই নতুন পোস্টার ছাপিয়ে লাগানো হয়।
কংগ্রেসের বক্তব্য, তারা এই ধরনের কোনও পোস্টার ছাপানইনি। বিরোধীরা তাদের প্রার্থীকে হাসির খোরাক করার জন্য নিজেরাই কম্পিউটারে এটি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে। এই করে তাদের প্রার্থী গৌরী রায়কে হারানো যাবে না বলে দাবি করেন তারা। তবে জেতা-হারা পরের কথা, বা আসল-নকল যাই হোক, এই পোস্টার গৌরীদেবীকে বরাক জুড়ে পরিচিতি এনে দিয়েছে। গৌরীদেবীর নামে বিতর্কিত পোস্টার নজরে না পড়লেও এই পঞ্চায়েতে অন্য কয়েকটি মজার পোস্টার নজরে পড়ে। সেগুলোর একটি নির্দল প্রার্থী দিলোয়ারা বেগমের। প্রার্থী তিনি, পোস্টারে ছবি ছাপা হয়েছে তার স্বামীর। আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে কংগ্রেস প্রার্থী আলেয়া বেগমের পোস্টারটি আরও অভিনব। স্বামী আব্দুর রাজ্জাক নিজের ছবি ছাপিয়ে বলছেন, আমার স্ত্রীকে ভোট দিন।