Barak UpdatesAnalyticsBreaking News
২৮ জানুয়ারি থেকে বরাকে হাতে হাত জোড়ো যাত্রা কংগ্রেসের
ওয়ে টু বরাক, ৩০ ডিসেম্বর : ভারত জোড়ো যাত্রার আদলে আগামী ২৮ জানুয়ারি থেকে বরাকে শুরু হচ্ছে হাতে হাত জোড়ো কর্মসূচি। ১৬৫ কিলোমিটারের এই যাত্রা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্রবার শিলচর কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠকে এ কথা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। তিনি জানান, ২৮ জানুয়ারি মিজোরাম সীমান্তের ধলাই থেকে এই পদযাত্রার উদ্বোধন হবে। বরাকের ১৫টি বিধানসভা কেন্দ্র ঘুরে ১০ ফেব্রুয়ারি যাত্রা শেষ হবে ভারত-বাংলা সীমান্তে থাকা উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকার মালেগড়ে।
তিনি বলেন, এর আগে ভারত জোড়ো যাত্রার অঙ্গ হিসেবে প্রথম পর্যায়ে ধুবড়ির গোলকগঞ্জ থেকে সদিয়া পর্যন্ত ৮৩৫ কিলোমিটার চলেছে পদযাত্রা। এর পরবর্তী পর্যায়ে ১০০০ কিলোমিটার যাত্রার লক্ষ্য পূরণ করতে বাকি ১৬৫ কিলোমিটার পরিক্রমা হবে বরাকে। তিনি জানান, সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংও এই যাত্রায় দুদিনের জন্য অংশ নেবেন।
এই হাতে হাত জোড়ো যাত্রার লক্ষ্য সম্পর্কে প্রদেশ সভাপতি বলেন, জনগণের মৌলিক অধিকারের প্রসঙ্গে দলীয় বিধায়করা বিধানসভায় বলতে গেলে শাসক দলের সদস্যরা প্রায় সময়ই বাধা দেন। এই পরিস্থিতিতে সরকারের মিথ্যাচার, প্রবঞ্চনা ইত্যাদি সাধারণ মানুষের কাছে পৌছে দিতে এই যাত্রা আয়োজন করা অনিবার্য হয়ে পড়েছে। তিনি আসামে সরকারের মদতে অবৈধ কয়লা বাণিজ্য চলছে বলেও এ দিন অভিযোগ করেন।
এ দিন সাংবাদিক বৈঠকে বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, উপ নেতা রকিবুল হোসেইন, প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ, জেলা সভাপতি তমাল বণিক, বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন।