Barak UpdatesAnalyticsBreaking News
২৬ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ে টিডিসি নন সিবিসি-এর ওড সেমিস্টার পরীক্ষা
২৪ জুলাই : আসাম বিশ্ববিদ্যালয়ের টিডিসি নন সিবিসি-এর ওড সেমিস্টার ২০২১ আগামী ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে। পরীক্ষা ৫টি জেলার একটি করে কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক সুপ্রবীর দত্তরায় জানিয়েছেন, এই কেন্দ্রগুলি হচ্ছে গুরুচরণ কলেজ, করিমগঞ্জ কলেজ, এস এস কলেজ, হাফলং গভর্নমেন্ট কলেজ ও ডিফু গভর্নমেন্ট কলেজ।
পরীক্ষা শেষ হবে ৬ আগস্ট। পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, প্রথম সেমিস্টারের পরীক্ষা সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলবে। তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হবে দুপুর ১২টায়, চলবে ২টা পর্যন্ত। আর পঞ্চম সেমিস্টারের পরীক্ষা চলবে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত।
এ দিকে, ওড সেমিস্টারের সব পরীক্ষার্থীদের নিজ নিজ সেন্টারে গিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে ও নিজের কলেজের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে, যদি কারও অ্যাডমিট কার্ড না পৌছে থাকে, তবে কলেজ, সেন্টার ও বিশ্ববিদ্যালয়ে অতিসত্বর যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।