NE UpdatesAnalyticsBreaking News
২৫ জানুয়ারি থেকে রেশন কার্ডের আবেদন করা যাবে : রণজিৎ
গুয়াহাটি, ১৫ জানুয়ারি : পৌষ সংক্রান্তিতে রাজ্যের রেশন কার্ড বিহীন গ্রাহকদের জন্য বিশেষ ঘোষণা করেছেন খাদ্য ও অসামরিক সরবরাহ এবং গ্রাহক পরিক্রমা বিভাগের মন্ত্রী রণজিত কুমার দাস। সামাজিক মাধ্যমে মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে আগামী ২৫ জানুয়ারি থেকে রেশন কার্ড না থাকা লোকেরা আবেদন করতে পারবেন।
মন্ত্রী এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করে বলেন, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার বিশেষ তৎপরতায় সরকার রেশন কার্ড সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নিয়েছে। ভোগালি বিহুর এই পুণ্যদিনে রাজ্যের রেশন কার্ড না থাকা লোকদের এ কথা জানিয়ে খুশি লাগছে যে, এখন থেকে আপনারা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। চলতি মাসের ২৫ তারিখ থেকে আপনারা এই আবেদন করতে পারবেন।
যে পরিবারে বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম এবং যার পরিবারে কোনও সরকারি চাকুরে নেই ও যাদের আধার কার্ড রয়েছে, তারা রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এজন্য গ্রামাঞ্চলের বাসিন্দারা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এবং শহরাঞ্চলের বাসিন্দারা পুরসভা কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন।