NE UpdatesAnalyticsBreaking News
‘২৪-এ সামুদ্রিক খণ্ডের উন্নয়নে ১৩টি বিশ্বমানের মুখ্য বন্দরের শিলান্যাস : সর্বা
ডিব্রুগড়, ১ জানুয়ারি : বিগত বছরে দেশের সর্বাঙ্গীণ উন্নতি সাধিত হয়েছে। পাশাপাশি শিখর স্পর্শ করেছে বন্দর, জাহাজ পরিবহণ এবং জলপথ তথা সামুদ্ৰিক খণ্ড। নতুন বছরে পা দিয়ে বুধবার এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ডিব্রুগড়ের প্ৰেরণা শিশু গৃহে ইংরেজি নতুন বছরের প্রথম দিনটি শিশুদের সঙ্গে কাটান সোনোয়াল।
এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কারণে খুব শীঘ্রই বিশ্বের প্রথম ১০টি সামুদ্রিক শক্তিধর দেশের একটি হবে ভারতবর্ষ। এই পণ নিয়েই শুরু হয়েছে কর্মযজ্ঞ। আজকের শিশু ভবিষ্যতের নাগরিক– এ কথা উল্লেখ করে প্রত্যেক শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন সোনোয়াল।
প্রসঙ্গক্রমে তিনি বলেন, ভারতের সামুদ্রিক খণ্ডের উন্নয়নে-ও ২০২৪ ছিল এক মাইলফলক। এই এক বছরে ১৩টি বিশ্বমানের মুখ্য বন্দরের শিলান্যাস হয়েছে। সুগম হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের পথ। সঙ্গে সম্পাদিত হয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন বছরে আত্মনিৰ্ভর, বিকশিত এবং সমৃদ্ধশালী ভারত গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন বছর যেন সবার জীবনে শান্তিসমৃদ্ধি বয়ে আনে, এই কামনা।
এ দিন অনুষ্ঠানে কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোনোয়ালের সঙ্গে উপস্থিত ছিলেন ডিব্ৰুগড় পুর নিগমের ডেপুটি মেয়র উজ্জ্বল ফুকন, সোনোয়াল কাছারি স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য কাৰ্যবাহী সদস্য টংকেশ্বর সোনোয়াল, তিনসুকিয়া উন্নয়ন কর্তৃপক্ষের অধ্যক্ষ কাজল গোহাঁই, দীপুরঞ্জন মাক্রারি প্রমুখ।
সেই অনুষ্ঠানে সোনোয়াল আরও বলেন, নতুন বছর মানেই নতুন আশা, প্ৰত্যাশা, সম্ভাবনা এবং নতুন উপলব্ধি। বিগত বছরে সমগ্র দেশের সঙ্গে অভূতপূর্ব উন্নতি হয়েছে উত্তরপূর্বেও। তাঁর কথায়, বিগত বছরটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা অন্যান্য বছরের মতো ওই বছরেও জনগণের অফুরন্ত ভালবাসা, সহযোগিতা এবং আশীর্বাদ লাভ করেছেন তিনি। এ সব কথা উল্লেখ করে নতুন বছরেও তাঁকে আশাহত করবে না জনগণ, এই আশা ব্যক্ত করেন সোনোয়াল।