India & World UpdatesAnalyticsBreaking News
২২ জানুয়ারি দুপুর ১২:২০ মিনিটে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা, জানাল ট্রাস্ট
অযোধ্যা, ১ জানুয়ারি : আগামী ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধন হবে এবং একই সঙ্গে ওইদিন মন্দিরে ভগবান রামের প্রান প্রতিষ্ঠা করা হবে। এ নিয়ে ইতিমধ্যেই অযোধ্যায় ব্যাপক প্রস্তুতি চলছে। এ সংক্রান্ত কর্মসূচির কথা জানিয়ে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এর সাধারণ সম্পাদক চম্পত রাই সোমবার বলেছেন, আগামী ২২ জানুয়ারি দুপুর ১২:২০ মিনিটে মূল অধিবেশন শুরু হবে।
তিনি জানান, রাম মন্দির ট্রাস্ট ঐতিহাসিক এই অনুষ্ঠানটিকে সফল করে তুলতে বিশেষ অতিথিদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তিত্ব ও ভিভিআইপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ছাড়াও বেশ কয়েকজন বিরোধী নেতাকে আমন্ত্রণ করা হয়েছে।
ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই আরও জানিয়েছেন, ২২ জানুয়ারি দুপুর বারোটা কুড়ি মিনিটে রাম মন্দিরের উদ্বোধনের ঠিক পরেই আরতির আয়োজন করা হবে এবং প্রতিটি স্থানে প্রসাদ বিতরণ করা হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমগ্র বিশ্বের ভক্তদের তাদের নিজ নিজ স্থানে থেকেই প্রার্থনা করার জন্য এবং রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে সূর্যাস্তের পর প্রদীপ প্রজ্জ্বলন করার অনুরোধ জানিয়েছেন।