NE UpdatesAnalytics
২১’র নির্বাচনে ৩০ আসনে প্রার্থী দেবে ইউডিএফ
২৩ আগস্ট : আগামী ২০২১-এর বিধানসভা নির্বাচনে রাজ্যের ৩০টি কেন্দ্রে প্রার্থী দেবে এআইইউডিএফ। দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শনিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, রাজ্যের যে বিধানসভা কেন্দ্রগুলোতে এআইইউডিএফ-এর জয়ের সম্ভাবনা রয়েছে, সেখানেই প্রার্থী দেবে দল। প্রসঙ্গত, এআইইউডিএফ ও কংগ্রেসের মধ্যে জোট নিয়ে বর্তমানে রাজ্য-রাজনীতি সরগরম। শাসক বিজেপিকে আটকাতে এই জোটে এছাড়াও বামপন্থী দলগুলো রয়েছে বলে জানা গেছে।
এ দিকে, বিরোধী মহাজোটের মুখ্যমন্ত্রী কে হবেন, এ নিয়েও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিজেপি সরাসরি অভিযোগ করেছে, এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলকে মুখ্যমন্ত্রী করতেই বিরোধীরা ঊঠেপড়ে লেগেছে। তবে কংগ্রেসের পক্ষে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেছেন, মহাজোটে মুখ্যমন্ত্রী কংগ্রেস থেকেই হবেন। কারণ বর্তমানে রাজ্যে কংগ্রেসই সবচেয়ে বড় বিরোধী দল।