Barak UpdatesAnalyticsBreaking News
১ মে শিলচর সিভিলে পূবালি ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে রক্তদান শিবির
ওয়ে টু বরাক, ২৯ এপ্রিল ঃ আগামী ১ মে, সোমবার আন্তর্জাতিক শ্রমিক দিবসে পূবালি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা এবং জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ের যৌথ উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিলচর সিভিল হাসপাতাল প্রাঙ্গণে থাকা আমসা হাউসে এ দিন সকাল ১০টায় দুই বিধায়ক, জেলাশাসক, জেলা পুলিশ সুপার সহ বিশিষ্টজনেরা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শিবিরের উদ্বোধন করবেন।
এ উপলক্ষে পূবালি সংস্থার পক্ষ থেকে এই শিবিরে অংশগ্রহণ করার জন্য জেলা ক্রীড়া সংস্থা সহ শহরের প্রত্যেকটি সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা এবং শিলচর গুরুচরণ কলেজ তথা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ছাত্রদের আমন্ত্রণ জানানো হয়েছে। বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্ক সহ প্রত্যেকটি ব্লাড ব্যাঙ্কে রক্তের স্বল্পতা রয়েছে। প্রত্যেকদিন অনেক মূমুর্ষ রোগী রক্তের জন্য হয়রানির শিকার হন। একমাত্র শিবির করে রক্তদানের মাধ্যমেই এর অভাব মেটানো সম্ভব।
জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের পক্ষ থেকেও প্রত্যেকটি ব্লক পর্যায়ে এই ব্যাপারে অবগত করানো হয়েছে, যাতে বিভিন্ন স্তর থেকে ওই শিবিরে রক্তদাতারা এসে রক্তদান করে যেতে পারেন। পূবালি সংস্থার সাধারণ সম্পাদক প্রণব কল্যাণ দে বলেন, এ দিনের রক্তদান শিবিরে প্রত্যেক রক্তদাতাকে সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে শংসাপত্র প্রদান করা হবে।