NE UpdatesAnalyticsBreaking News
১ ডিসেম্বর থেকে আসাম সাংস্কৃতিক মহাসংগ্রাম, আবেদন করা যাবে ১০ অক্টোবর পর্যন্ত
ওয়ে টু বরাক, ৭ অক্টোবর ঃ আসাম সাংস্কৃতিক মহাসংগ্রাম ২০২৩-২৪ শীর্ষক সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এই প্রতিযোগিতা হবে মোট ৬টি ক্যাটাগরিতে। এককভাবে জ্যোতি সংগীত, বিষ্ণু রাভা গীত, ভূপেন্দ্র সংগীত, রবীন্দ্র সংগীত এবং দলগতভাবে বিহু নৃত্য ও পারম্পরিক নৃত্য প্রতিযোগিতা হবে।
এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হবে এবং ২১ ডিসেম্বর এর ফলাফল জানা যাবে। কেন্দ্রভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা জেলা পর্যায়ে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হবেন। এরপর আগামী বছরের ২ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত জেলা স্তরের প্রতিযোগিতা শুরু হবে। জেলাস্তরের প্রতিযোগিতার ফলাফল ২১ জানুয়ারি ঘোষণা করা হবে। তবে ১৭ জানুয়ারি শিল্পী দিবস উপলক্ষে জ্যোতি সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয়, ও তৃতীয় স্থানাধিকারী প্রতিযোগীরা রাজ্য পর্যায়ের জন্য নির্বাচিত হবেন।
কেন্দ্র, জেলা এবং রাজ্যস্তরের বিজয়ীদের পুরস্কার এবং সার্টিফিকেট দেওয়া হবে । কেন্দ্র ও জেলাভিত্তিক সব প্রতিযোগিতায় হারমোনিয়াম, তবলা ও গিটার সঙ্গত করা যাবে। তবে রাজ্য পর্যায়ের ক্ষেত্রে আরও দুটি বাদ্যযন্ত্র দেওয়া যেতে পারে। এই প্রতিযোগিতা লাইভ করতে হবে এবং কোনও প্রকার ট্র্যাক ব্যবহার করতে দেওয়া হবে না। সংগীত প্রতিযোগিতা তিন মিনিট করে কেন্দ্র ও জেলাভিত্তিক প্রতিযোগিতায় সময় দেওয়া হবে তবে রাজ্যপর্যায়ে পাঁচ মিনিট পর্যন্ত সময় দেওয়া হবে।
বিহু ও পারম্পরিক দলগতভাবে নৃত্যের ক্ষেত্রে সদস্য সংখ্যা যন্ত্রানুসঙ্গ সহ দেওয়া হবে অধিকতম ১৫ জন। রাজ্য পর্যায় ছাড়া প্রতিটি প্রতিযোগিতার সময় হবে সর্বোচ্চ পাঁচ মিনিট করে। তবে রাজ্য পর্যায়ে হবে সাত মিনিট করে। গত এপ্রিল মাসে রাজ্য পর্যায়ের যে মেগা বিহু অনুষ্ঠিত হয়েছিল এর কোনও গান বিহু প্রতিযোগিতায় ব্যবহার করতে দেওয়া হবে না । রাজ্য পর্যায়ের মূল প্রতিযোগিতা শুরু হবে আগামী ২৮ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে প্রথম স্থানাধিকারীকে এক লক্ষ টাকা, দ্বিতীয় স্থানাধিকারীকে ৭৫ হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারীকে ৫০ হাজার টাকা সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হবে।
এখানে উল্লেখ করা যেতে পারে, তিনটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে হতে হবে ১২ থেকে ১৮ বছর পর্যন্ত, দ্বিতীয়তঃ ১৯ থেকে ২৪ বছর বয়স পর্যন্ত, এবং তৃতীয়তঃ ২৫ থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত ইচ্ছুক প্রার্থীরা এতে অংশগ্রহণ করতে পারবেন । ইচ্ছুক অংশগ্রহণকারীদের ১০ অক্টোবর, ২০২৩ এর মধ্যে যথাযথ নথি সহ তাদের নিজ নিজ গাঁও পঞ্চায়েত/ওয়ার্ডে/ভিসিডিসি/ এমএসি সদস্যের কাছে অফলাইনে ফর্ম জমা দিতে হবে।