NE UpdatesAnalyticsBreaking News
১ অক্টোবর থেকে চা শ্রমিকদের মজুরি বাড়ল ১৮ টাকা, সিদ্ধান্ত ক্যাবিনেটে
গুয়াহাটি, ২ অক্টোবর : আসামের চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি করা হয়েছে। এই বৃদ্ধি ১ অক্টোবর থেকেই গোটা রাজ্যে কার্যকর হবে। সোমবার গুয়াহাটিতে অনুষ্ঠিত রাজ্য ক্যাবিনেট বৈঠকের শেষে এ কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
ক্যাবিনেট বৈঠকে গৃহীত সিদ্ধান্তের কথা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ব্রহ্মপুত্র উপত্যকার চা শ্রমিকদের দৈনিক মজুরি ২৩২ টাকা থেকে ২৫০ টাকায় বৃদ্ধি করা হয়েছে। বরাক উপত্যকায় চা শ্রমিকদের দৈনিক মজুরি ২১০ টাকা থেকে বেড়ে হয়েছে ২২৮ টাকা। অর্থাৎ ব্রহ্মপুত্র উপত্যকা ও বরাক উপত্যকায় চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৮ টাকা বৃদ্ধি করা হয়েছে।
এদিকে আসামের চা শ্রমিকদের কুড়ি শতাংশ হিসেবে পুজোর বোনাস দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় মন্ত্রিসভার বৈঠকে। আসাম টি কর্পোরেশন লিমিটেডের অধীনে থাকা চা বাগানগুলোর শ্রমিকদের রাজ্য সরকার ২০ শতাংশ হারে এই পুজোর বোনাস দেবে।
অন্যদিকে ক্যাবিনেটে চা শ্রমিক তথা আদিবাসীদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন চাকরিতে ৩ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু আবেদন করা প্রার্থীদের নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট জমা দিতে হবে। আগামী ৭ অক্টোবর রাজ্য পুলিশের বিভিন্ন পদে চাকরির যে বিজ্ঞাপন জারি করা হবে তাতেও এই সংরক্ষণ প্রযোজ্য হবে।
এছাড়া আসামের মরান ও মটকদের জন্য একটা করে ডেপুটি পুলিশ সুপার ও একটি করে ম্যাজিস্ট্রেটের পদ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করা ও তারপর সেবার অন্তর্গত বিদ্যালয়ে অধ্যয়ন সম্পন্ন করা ছাত্র-ছাত্রীদের জন্য মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজে পাঁচ শতাংশ আসন সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।