NE UpdatesAnalyticsBreaking News
১৭ নয়, ২০ এপ্রিল আসামে আসছেন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা আসবেন ১৬’য়
গুয়াহাটি, ১২ এপ্রিল ঃ রাহুল গান্ধীর আসাম ভ্রমণ কর্মসূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে। আগের নির্ধারিত সূচি অনুযায়ী রাহুল গান্ধীর ১৭ এপ্রিল আসামে আসার কথা ছিল। কিন্তু এ বার তিনি আসবেন ২০ এপ্রিল। ওই সূচি অনুযায়ী রাহুল গান্ধী নগাঁও-এ কংগ্রেস প্রার্থী প্রদ্যোত বরদলৈর হয়ে প্রচার চালাবেন। তিন দিন পরে আসার জন্য রাহুল গান্ধী প্রথম পর্যায়ের নির্বাচনী প্রচারে অংশ নেবেন না।
আগে কথা ছিল রাহুল গান্ধী ১৭ এপ্রিল যোরহাট ও ডিব্রুগড়ে দুটি জনসভায় বক্তব্য রাখবেন। সকাল ১১টায় গৌরব গগৈর হয়ে এবং বেলা ১টায় ডিব্রুগড়ে লুরিনজ্যোতি গগৈর হয়ে প্রচার চালানোর কথা ছিল তাঁর। এখানে উল্লেখ করা যেতে পারে, প্রথম পর্যায়ে ১৯ এপ্রিল যোরহাট, ডিব্রুগড়, লখিমপুর, কাজিরঙা ও শোণিতপুরে ভোটগ্রহণ করা হবে। দ্বিতীয় পর্যায়ে ২৬ এপ্রিল ভোট হবে শিলচর, করিমগঞ্জ, ডিফু, নগাঁও ও দরং-ওদালগুড়িতে।
একটি সূত্রে জানা গেছে, রাহুল গান্ধীর সভা ১৭ এপ্রিল বাতিল করা হলেও ১৬ এপ্রিল প্রচারে অংশ নিতে আসামে আসবেন প্রিয়ঙ্কা গান্ধী। তিনি গৌরব গগৈর হয়ে এক জনসভায় ভাষণ দেবেন। ওইদিনই প্রিয়ঙ্কা গান্ধী ত্রিপুরার এক নির্বাচনী সভায়ও যোগ দেবেন।