Barak Updates

১৬-১১তেই গণনা শেষ কাছাড়ে

১৫ ডিসেম্বরঃ শেষপর্যন্ত ১৬-১১তেই শেষ হল কাছাড় জেলা পরিষদের ভোটগণনা।  দক্ষিণ কাটিগড়া আসনটিও বিজেপি নিজেদের ঝুলিতে পুরে নিল। ওই আসনে অসীম দত্ত নতুন জেলা পরিষদে সদস্য নির্বাচিত হলেন।

বিজেপি-র জেতা আসনগুলি পশ্চিম সোনাই (মানব  সিং), পূর্ব ধলাই (স্বপনকুমার দাস), পশ্চিম ধলাই (লক্ষ্মীরানি যাদব), মধ্য ধলাই (শশাঙ্কচন্দ্র পাল), উত্তর উধারবন্দ (ধনঞ্জয় তেলি), পূর্ব উধারবন্দ (বিজয়েতা মাহাতো), পশ্চিম উধারবন্দ (প্রবাল চন্দ), উত্তর লক্ষ্মীপুর (সুদীপ কুমার), পূর্ব লক্ষ্মীপুর (অনিতা দেবী), দক্ষিণ লক্ষ্মীপুর (শিপ্রা পাণ্ডে), পূর্ব বড়খলা (গীতন নাথ), উত্তর বড়খলা (তাপসী দাস), পশ্চিম কাটিগড়া (লাভলি চক্রবর্তী), পশ্চিম শিলচর (রামকৃষ্ণ সিনহা), দক্ষিণ কাটিগড়া (অসীম দত্ত) ও পূর্ব আলগাপুর (অমিতাভ রাই)।

কংগ্রেসের নতুন জেলা পরিষদ সদস্যরা হলেন আসবিনা বেগম বড়ভুইয়া (পূর্ব সোনাই), মুসলিমা বেগম (উত্তর সোনাই), শেলি বেগম লস্কর (মধ্য সোনাই), কমরুল ইসলাম (দক্ষিণ ধলাই), বেলিয়ারা বেগম (দক্ষিণ উধারবন্দ), আব্দুল করিম চৌধুরী (পশ্চিম লক্ষ্মীপুর ), নাজিমা বেগম (পশ্চিম বড়খলা), তিলকচান্দ দাস (উত্তর কাটিগড়া), নিলুফা খানম বড়ভুইয়া (পূর্ব কাটিগড়া)., কানুরঞ্জন দাস (দক্ষিণ বড়খলা) ও রানি রবিদাস (পূর্ব শিলচর)।

কাছাড়ের জেলাশাসক ভোর ৪টা ৪৫ মিনিটে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। জানান, ১৬২টি পঞ্চায়েতে সভাপতি নির্বাচন হয়। বিজেপি ৮৫টি, কংগ্রেস ৬১টি, অগপ ১টি, এআইইউডিএফ ১টি আসন জেতে। বাকি ১৪টি আসন জেতেন নির্দল প্রার্থীরা। আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের জন্য ভোটাভুটি হয় ১৬০টি আসনে। বিজেপি ৮৯, কংগ্রেস ৬১ ও নির্দল ১০টি আসন দখল করে। বাকি ২ আসন আগেই বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের ঘরে তুলে নিয়েছিল। সব মিলিয়ে তাঁদের এপি সদস্য হলেন ৯১জন। গ্রুপ মেম্বারেও একই ধরনের ফলাফল। ১৫৬২ আসনের মধ্যে বিজেপি ৬৯০, কংগ্রেস ৫৬৪, অগপ ১৪, এআইইউডিএফ ১৮, নির্দল ও অন্যান্য ২৭৬।

English text here

 

Related Articles

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker