India & World UpdatesBreaking News
১৫ ডিসেম্বর মিজোরামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন জোরামথাঙ্গা
১৩ ডিসেম্বর : জোরামথাঙ্গা নেতৃত্বাধীন মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ) সরকার আগামী ১৫ ডিসেম্বর, শনিবার শপথ নেবে। আইজলে রাজভবনে মিজোরামের রাজ্যপাল কুম্মানাম রাজাশেখরন ও জোরামথাঙ্গার নেতৃত্বে এমএনএফ-এর এক প্রতিনিধি দলের মধ্যে বৈঠকের পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে রাজ্যে নতুন সরকার গঠনের ব্যাপারে আলোচনার জন্য রাজ্যপাল ভাবী মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গাকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
৪০ আসন বিশিষ্ট মিজোরাম বিধানসভায় ২৬টি আসন দখল করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এমএনএফ। বর্তমান শাসক দল কংগ্রেস মাত্র ৫টি আসনে জয়ী হয়েছে। এমএনএফ প্রধান ৭৪ বর্ষীয় জোরামথাঙ্গা শনিবার তৃতীয় বারের মতো মিজোরামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তিনি আগে ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত মিজোরামের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ দিন বৈঠকে জোরামথাঙ্গা তাঁর দলের নব নির্বাচিত বিধায়কদের একটি তালিকা রাজ্যপালের হাতে তুলে দিয়েছেন। প্রসঙ্গত, এই শপথ গ্রহণ অনুষ্ঠান ১৫ ডিসেম্বর সকাল ১১টায় রাজভবনে অনুষ্ঠিত হবে।