Barak UpdatesIndia & World UpdatesBreaking News
১৫ জুন পর্যন্ত বন্ধ পুরীর জগন্নাথ মন্দির
১৬ মে ঃ কোভিড সংক্রমণ মারাত্মক দেখা দেওয়ায় এ বার বন্ধ করে দেওয়া হল পুরীর জগন্নাথ মন্দির।এই কঠিন পরিস্থিতিতে সংক্রমণের চেন ভাঙতে এ বার সর্বসাধারণের জন্য আগামী ১৫ জুন পর্যন্ত বন্ধ করে দেওয়া হল পুরীর জগন্নাথ মন্দিরের দরজা। এই বিষয়ে জগন্নাথ মন্দিরের এসজেটিএ’র প্রধান প্রশাসক ডাঃ কৃষ্ণ কুমারের সভাপতিত্বে এবং পুরীর কালেক্টর সমার্থ ভার্মার নেতৃত্বে আগামী ১৫ জুন অবধি মন্দির সাধারণ মানুষের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ দিকে দেশের অন্যান্য রাজ্যের মতো লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বাড়ছে ওড়িশাতেও। এই অবস্থায় সংক্রমণের দাপট ঠেকাতে রাজ্য সরকারের তরফে লকডাউন জারি করা হয়েছে। ফলে গত ৫ মে থেকে ভক্তদের জন্য জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ রয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে ফের কবে মন্দির খোলা হবে তা এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি।
শুধু তাই নয়, কোভিড প্রোটোকল মেনে গত শুক্রবার অক্ষয় তৃতীয়ার পূণ্যলগ্নে পুরীতে জগন্নাথ দেবের চন্দন যাত্রার অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেহেতু সংক্রমণ রুখতে ওড়িশাকে সম্পূর্ণ লকডাউন করে দেওয়া হয়েছে, তাই কেবল মাত্র ৫০ থেকে ৬৫ জন সেবায়েতদের নিয়ে এই চন্দন যাত্রা অনুষ্ঠিত হয় নরেন্দ্র তীর্থ পুকুরে। আর এই চন্দন যাত্রার একদিন পর থেকেই পুরীতে আনুষ্ঠানিক ভাবে রথযাত্রার জন্য রথ তৈরির কাজ শুরু করা হয়।