Barak UpdatesBreaking News
১৫ আগস্ট ঋষি অরবিন্দের জন্মদিনে শিলচরে শোভাযাত্রা সোসাইটির
১৫ আগস্ট : স্বাধীনতা দিবসের পাশাপাশি আরেক অর্থেও তাৎপর্যপূর্ণ ১৫ আগস্ট দিনটি। কারণ এ দিন দেশপ্রেমী স্বাধীনতা সংগ্রামী ঋষি অরবিন্দের জন্মদিন। মহাযোগী শ্রীঅরবিন্দ হিসেবেও যাঁর পরিচয় রয়েছে বিশ্বের দরবারে। প্রতিবছর শ্রী অরবিন্দ সোসাইটি শিলচর কেন্দ্রও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটির মাহাত্ম ছড়িয়ে দেয়। এ বার অরবিন্দ ঘোষের ১৪৭তম জন্মবার্ষিকীতে গুচ্ছ কর্মসূচি ছিল সোসাইটির।
সকাল ৬টায় অম্বিকাপট্টির কার্যালয়ে হয় সমবেত ধ্যান। পরে হয় সাবিত্রী পাঠ ও পুষ্পাঞ্জলি। অংশ নেন অনুরাগীরা। এরপর সাড়ে সাতটায় এক শোভাযাত্রা বের হয় কেন্দ্র থেকে। সোসাইটির সদস্য-সদস্যা, অরবিন্দ অনুরাগী ছাড়াও রামানুজ বিদ্যামন্দিরের পড়ুয়ারা অংশ নেয়। শহরের ভাওয়াল পয়েন্ট পর্যন্ত আসে শোভাযাত্রা। পরে প্রধান কিছু সড়ক পরিক্রমা করে ফের অম্বিকাপট্টিতে গিয়ে শেষ হয়। বেলা সাড়ে এগারোটায় ছাত্রছাত্রীর সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠান ছিল। পরিচালনা করেন মহামায়া দেব ও সুপর্ণা দাস।
দ্বিতীয়পর্বে সন্ধে ৬ টায় অনুষ্ঠান ছিল। শুরুতেই আবার সমবেত ধ্যান। হয় মাতৃসঙ্গীতও। পরে শ্রীঅরবিন্দের জীবন দর্শন, তাঁর দৃষ্টিতে শিক্ষা, চেতনা ইত্যাদি প্রসঙ্গে আলোচনা করেন মহামায়া দেব, রিক্তা কর, নিশিকান্ত পাটোয়া, প্রদীপ্ত দাস প্রমুখ। কেন্দ্রের সম্পাদক মানস ভট্টাচার্য ‘অরবিন্দের ‘সাবিত্রী’ মহাকাব্য ও এর প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। বুঝিয়ে দেন সহজ সরলভাবে। শেষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্য দিয়ে শ্রীঅরবিন্দের জীবন তুলে ধরা হয়। দেখানো হয় আশ্রমের কাজকর্মও।