India & World UpdatesAnalyticsBreaking News
১২ ডিসেম্বর গুজরাটে মুখ্যমন্ত্রী রূপে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল
গান্ধীনগর, ৮ ডিসেম্বর : গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি ১৫৬ আসন জিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এই ঐতিহাসিক জয়ের পর এ বার শুরু হয়েছে শপথ গ্রহণের তোড়জোড়। মুখ্যমন্ত্রীরূপে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। নতুন মুখ্যমন্ত্রী ১২ ডিসেম্বর গান্ধীনগর বিধানসভার ঠিক পেছনে থাকা হেলিপ্যাড মাঠে শপথগ্রহণ করবেন। এই শপথগ্রহণ অনুষ্ঠান মহাসমারোহে আয়োজন করবে বিজেপি। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
অন্যদিকে, আজ ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন দিল্লির বিজেপি কার্যালয়ে দলীয় কর্মীদের সম্বোধন করেন। উল্লেখ্য, গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারে নরেন্দ্র মোদি বলেছিলেন, ভূপেন্দ্রই নরেন্দ্রর রেকর্ড ভেঙে দেবেন। তাতপর্যপূর্ণভাবে নির্বাচনের ফলাফলে তা-ই প্রমাণিত হয়েছে। এদিকে বিরোধীদের ধুলিস্যাত করে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় রাজ্যে দলীয় কর্মীদের মধ্যে বিপুল উতসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি ১৫৬টি আসন লাভ করার বিপরীতে কংগ্রেস পেয়েছে ১৭টি আসন। এছাড়া আপ ৫টি এবং অন্যান্যরা পেয়েছেন আরও ৪টি আসন।