India & World UpdatesAnalyticsBreaking News
১০৭ ফুট উচু রাবণ দহন করে মোদি বললেন, ‘মেয়েরা আমাদের ঘরের লক্ষ্মী’
৮ অক্টোবর : দিল্লির দ্বারকায় দশমী উপলক্ষে রামলীলায় অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তির ছুড়ে করলেন রাবণ দহন। প্রধানমন্ত্রী বার্তা দিলেন, ‘আমাদের ভূমিতে মাকে পুজো করি। ভারতের সব মেয়েদের সম্মান দেওয়া আমাদের কর্তব্য। মন কি বাত অনুষ্ঠানেও বলেছিলাম, মেয়েরা আমাদের ঘরের লক্ষ্মী।’
বিজয়া দশমীতে দিল্লির দ্বারকায় রামলীলায় অংশ নেন নরেন্দ্র মোদি। তাঁকে গদা দিয়ে স্বাগত জানান উদ্যোক্তারা। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ক্লাব সংস্কৃতি নেই। বারো মাসে তেরো পার্বণ আমাদের মূল্যবোধ, শিক্ষা, সামাজিক জীবনের অংশ হয়ে উঠেছে। নতুন উদ্যম, কর্মক্ষমতা ও স্বপ্ন দেখায় উতসব।’ রামলীলা নাটক দর্শকাসনে বসে দেখেন প্রধানমন্ত্রী। পরে রাবণ দহন করেন তিনি। রামলীলা সোসাইটির এ বারের রাবণ দহন অনুষ্ঠানে ১০৭ ফুটের রাবণকে দহন করা হয়। অনুষ্ঠানে পৌঁছে মোদি দেন মাতৃশক্তির আরাধনা সহ নারী নিরাপত্তার বার্তা।
ক্ষমতায় আসার পর ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচি নিয়েছিলেন নরেন্দ্র মোদি। এ দিন সমাজে মহিলাদের সম্মান রক্ষার কথা স্মরণ করিয়ে দেন। প্রধানমন্ত্রীর কথায়, ‘আমাদের দেশে মহিলাদের দেবী হিসেবে পুজো করা হয়। দেশে প্রতিটি মেয়েকে সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। দীপাবলিতে আমরা লক্ষ্মীর আরাধনা করি। লক্ষ্মী আমাদের প্রতিটি ঘরে থাকে।’