Barak UpdatesBreaking News
১০০ কেজি চালানি মাছ বাজেয়াপ্ত
শিলচরের বিভিন্ন বাজার থেকে ১০০ কিলোগ্রাম চালানি মাছ বাজেয়াপ্ত করল জেলা প্রশাসন। পরে পুরসভার মাধ্যমে সেগুলিকে নষ্ট করে দেওয়া হয়। নিষেধাজ্ঞা উপেক্ষা করে চালানি মাছ বিক্রির জন্যই এত মাছ তুলে নেওয়া হয়। ফরমালিন প্রয়োগে ভিনরাজ্য থেকে মাছ আসে, এই অভিযোগে চালানি মাছ বিক্রিতে ১০দিনের নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। ওই সময়ের মধ্যে পরীক্ষা করে নিশ্চিত হতে চাইছেন তাঁরা।
এ দিকে মিজোরাম সরকার জানিয়েছে, তাঁদের রাজ্যে আমদানিকৃত মাছ ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানো হয়েছে। সেখানে ফরমালিন বা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কোনও কিছু মেলেনি।