NE UpdatesBarak UpdatesAnalytics
হিমন্তের শাসনকালেই ধ্বংস হয়েছে রাজ্যের শিক্ষাব্যবস্থা : অখিল
ওয়ে টু বরাক প্রতিনিধি, ১৪ জুন : হিমন্তবিশ্ব শর্মার শাসনকালে আসামের শাসনব্যবস্থা ধ্বংস হয়ে পড়েছে। তাঁর ১৫ বছর মন্ত্রী থাকাকালীন রাজ্যে বহু স্কুল বন্ধ হয়ে পড়েছে। মঙ্গলবার শিবসাগরের বিধায়ক অখিল গগৈ এই অভিযোগ করেছেন। দলীয় কাজে বরাক সফরে এসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, আসামের সরকারি স্কুলগুলো বন্ধ হওয়ার মূল কারণ হিমন্তবিশ্ব শর্মার ব্যর্থতা। কংগ্রেস আমলের ১৫ বছর ও বিজেপি সরকারের আরও কয়েক বছর তিনি শিক্ষামন্ত্রী থাকাকালীন সময়েই রাজ্যের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে পড়েছে।
অখিল গগৈ বলেন, আরএসএস, বিজেপি ও একাংশ সরকারি কর্মীর মদতে কাছাড়ে পুনরায় শুরু হয়েছে বার্মিজ সুপারি সিন্ডিকেট। মুখ্যমন্ত্রী মুখে সিন্ডিকেট বন্ধ করার হুঙ্কার দিলেও বরাক উপত্যকায় গোপনে চলছে বার্মিজ সুপারির সিন্ডিকেট। গ্রিনফিল্ড এয়ারপোর্টের নামে ডলু চা বাগানে চলা উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে রাজ্যের চা জনজাতির বিধায়ক ও সাংসদদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে নামার আহ্বান জানিয়েছেন অখিল গগৈ। বিমানবন্দরের প্রস্তাব না থাকার পরও চা বাগানে উচ্ছেদ করার ঘটনা যথেষ্ট রহস্যজনক বলে মন্তব্য করে তিনি বলেন, এই ঘটনার বিরুদ্ধে রাজ্যের চা শ্রমিক সংগঠন সহ সব চা শ্রমিক নেতা, চা জনজাতির বিধায়ক ও সাংসদদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করা খুবই প্রয়োজন। ডলুর উচ্ছেদ শীঘ্রই বন্ধ করার দাবি জানান বিধায়ক।