India & World UpdatesBreaking News
হাতির চলাচল নিরীক্ষণে উত্তরপূর্বের প্রথম রেডিও কলার আসামে
৩ জুন : রাজ্যের বন বিভাগ হাতির চলাচল নিরীক্ষণ করার জন্য উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে প্রথম আসামে রেডিও কলার ব্যবস্থা চালু করেছে। এই ব্যবস্থার মাধ্যমে হাতির চলাচল নিরীক্ষণ করে মানুষ ও হাতির সংঘর্ষ রোধ করা যাবে। রাজ্যের বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জানিয়েছেন, রিমোটের মাধ্যমে রেডিও কলার লাগানো হাতির চলাচল নিরীক্ষণ করা হবে।
তিনি জানান, বন বিভাগ গুয়াহাটিতে একটি হাতির গায়ে রেডিও কলার ডিভাইস লাগিয়েছে। এছাড়া আরও পাঁচটি ছোট হাতের গায়ে রেডিও কলার লাগানো হবে। তিনি বলেন, রাজ্যে প্রায় ৬ হাজার হাতি রয়েছে এবং পর্যায়ক্রমে বনবিভাগ আরও হাতির গায়ে রেডিও ডিভাইস লাগাবে। মন্ত্রী বলেন, রাজ্যের বন্যপ্রাণী, খনি ও খনিজ পদার্থের উপর দৃষ্টি রাখার জন্য ড্রোন চালু করার পরিকল্পনা করছে।