Barak UpdatesAnalyticsBreaking News
হাইলাকান্দিতে ভোটের সামগ্রী বিতরণ ও গ্রহণে ৩০টি কাউন্টার
ওয়ে টু বরাক, ২০ এপ্রিল : ৭ নম্বর করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অধীন হাইলাকান্দি জেলায় সংসদীয় নির্বাচন সম্পর্কিত পোলিং সামগ্রীর সুষ্ঠু বিতরণ এবং প্রাপ্তির জন্য হাইলাকান্দি সরকারি ভিএম হায়ার সেকেন্ডারি স্কুলে বিধানসভা ভিত্তিক কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে।
১২১ নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে ১৬টি এবং ১২২নং আলগাপুর-কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের জন্য ১৪টি মিলিয়ে মোট ৩০টি কাউন্টারের মাধ্যমে ভোটের সামগ্রী বিতরণ ও গ্রহণ করা হবে। ২৫ এপ্রিল সকাল ছয়টায় সামগ্রী বিতরণ করা হবে। দুই বিধানসভা কেন্দ্রের ভোটের সামগ্রী বিতরণ করার জন্য নিযুক্ত পোলিং স্টাফদের ঠিক সকাল ছয়টায় নিজ নিজ কাউন্টারে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং পরদিন ২৬ এপ্রিল বিকেল সাড়ে তিনটায় অনুরূপভাবে উপস্থিত থাকতে জেলা নির্বাচন আধিকারিক তথা ডিস্ট্রিক্ট কমিশনার নিসর্গ হিভারে গৌতম এক বিজ্ঞপ্তিতে নির্দেশ জারি করেছেন।
পোলিং সামগ্রী বিতরণের প্রতিটি কাউন্টারে বিতরণ এবং গ্রহণের জন্য তিনটি টেবিল থাকবে। ১নং টেবিল থেকে কন্ট্রোল ইউনিট, ব্যালটিং ইউনিট ও ভিভিপ্যাড বিতরন করা হবে। দুই নম্বর টেবিল থেকে ভোট সামগ্রীর ব্যাগ, ভোটিং কম্পার্টমেন্ট সহ সব ধরনের ফর্ম, কভার সহ স্টেশনারি সামগ্রী বিতরণ করা হবে। তিন নম্বর টেবিল থেকে পোলিং পার্সোনালদের পারিশ্রমিক, ব্যালট পেপার, অন্ধদের ব্রেইল ব্যালট শীট, গ্রিন পেপার সিল, স্পেশাল ট্যাগ, গোলাপী কাগজ সীল, সাধারণ ঠিকানা ট্যাগ (অতিরিক্ত) প্রদান করা হবে।
ভোট সামগ্রী বিতরণ কাজে ডিউটির জন্য নিযুক্ত কর্মীরা ২৫ এপ্রিল সকাল ৬টায় বিতরণ কেন্দ্রে উপস্থিত থাকবেন। তারা ২৬ এপ্রিল বিকাল ৩টায় রিসিভিং কাউন্টারে উপস্থিত থাকবেন। এছাড়াও তাদের দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি পাস সেলে জমা দিয়ে আইডি কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে।
তাছাড়া আগামী ২২ এপ্রিল দুপুর ১২টায় হাইলাকান্দি এসএস কলেজে বিতরণ এবং গ্রহণের প্রক্রিয়া সম্পর্কিত একটি সভা সহ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ওই সভা, প্রশিক্ষণ ও ডিস্ট্রিবিউশন কাজে নিযুক্ত পোলিং কর্মী সহ সমস্ত গ্রেড-থ্রি এবং গ্রেড ফোর কর্মীদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।