NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News
হাইব্রিড মডেল : সরকারি স্কুলেও এখন অঙ্ক-বিজ্ঞান ইংরেজি মাধ্যমে
১৯ জুলাই : শুধু ইংরেজি মাধ্যম স্কুলেই পড়াশোনা ইংরেজিতে নয়, এ বার বাংলা মাধ্যম স্কুলেও পড়াশোনা হবে ইংরেজিতে। রাজ্যের সরকারি স্কুলগুলোতে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অঙ্ক ও বিজ্ঞান ইংরেজি ভাষায় পড়ানো হবে। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এ বিষয়টি চালু করার জন্য রাজ্যের শিক্ষা বিভাগকে নির্দেশ পাঠিয়েছেন বলে জানা গেছে।
রাজ্যের ব্রহ্মপুত্র উপত্যকায় বেশিরভাগ সরকারি স্কুল অসমিয়ায়, বরাক উপত্যকায় বাংলায় এবং বড়ল্যান্ডে বড়ো ভাষায়। কিন্তু সর্বভারতীয় স্তরে কোনও পরীক্ষা দিতে গেলে পড়ুয়াকে ইংরেজি ভাষায় সড়গড় হতে হবে। সে কারণেই সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা যাতে প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরিতে সুবিধা পায়, সেজন্য এই ইংরেজি মাধ্যমে পড়ার নিয়মনীতি চালু করা হচ্ছে। তবে ইংরেজির পাশাপাশি মাতৃভাষায়ও অঙ্ক-বিজ্ঞান পড়াশোনা চলবে।
হাইব্রিড মডেল অর্থাৎ মিশ্র ভাষায় শিক্ষা পদ্ধতির ওপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অঙ্ক ও বিজ্ঞান ইংরেজি মাধ্যমে পড়ানো হবে। আর বাকি বিষয়গুলো মাতৃভাষাতেই চলবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির ক্ষেত্রে আসামের পড়ুয়াদের তৈরি করার উদ্দেশ্যেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। উল্লেখ্য, রাজ্যে প্রথম নলবাড়ির গর্ডন হায়ার সেকেন্ডারি স্কুলে হাইব্রিড মডেল পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।