Barak UpdatesSports
হরগোবিন্দ মেমোরিয়াল হকি লিগ-নক আউট শুরু ২৫ জানুয়ারি
২১ জানুয়ারি : এবার হকি লিগ কাম নক আউট প্রতিযোগিতা করছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা। হকি লিগের এই আসর শুরু হচ্ছে আগামী ২৫ জানুয়ারি।
গত বছরও হয়েছিল হরগোবিন্দ দাস স্মৃতি হকি লিগ কাম নক আউট প্রতিযোগিতা। এবারও হরগোবিন্দ দাসের পরিবার থেকে স্পনসর করা হচ্ছে এই আসর।
তাতে অংশ নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত বছরের চ্যাম্পিয়ন তারাপুর ও রানার্স ইটখোলা স্পোর্টিঙের অংশগ্রহণের ব্যাপারে নিশ্চয়তা জানিয়েছে। আরও কয়েকটি ক্লাব অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
চ্যাম্পিয়ন ও রানার্স দলের পুরস্কার অর্থ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ও চার হাজার টাকা। ম্যান অব দ্য টুর্নামেন্টকে পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি দেওয়া হবে নগদ এক হাজার টাকা। প্রতি ম্যাচে থাকছে সেরা খেলোয়াড়ের পুরস্কার।
গত বছর এই আসর হয়েছিল মিক্সড ডাবলস। এবার কেবল ছেলেদের নিয়ে হচ্ছে এই প্রতিযোগিতা । তবে মেয়েদের জন্য পৃথকভাবে আসর করার চিন্তাভাবনা করা হচ্ছে বলে আয়োজক কর্মকর্তারা জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক ডেকে এসব তথ্য পেশ করেন ডিএসএ সভাপতি বাবুল হোড়, সচিব বিজেন্দ্রপ্রসাদ সিং, হকি সচিব বিকাশ ভট্টাচার্য ও কোষাধ্যক্ষ অনিমেষ সেনগুপ্ত। স্পনসরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হিমাংশুশেখর দাস।