NE UpdatesAnalyticsBreaking News
হতাশা নিয়ে তৃণমূল ছাড়লেন রিপুন বরা
গুয়াহাটি, ১ সেপ্টেম্বর ঃ জল্পনা কিছুদিন আগে থেকেই ছিল। অবশেষে জল্পনাকে সত্যি করে তৃণমূল ছাড়লেন রিপুন বরা। ২০২২ সাল থেকে অসম প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি পদে ছিলেন তিনি। কিছুটা ক্ষোভ ও হতাশা নিয়ে রবিবার দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি এ দিন পদত্যাগপত্র পাঠিয়েছেন।
অভিষেককে লেখা চিঠিতে তিনি বলেন, ‘অসমে তৃণমূল কংগ্রেসের প্রচুর সম্ভাবনা রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের একটি আঞ্চলিক দল হিসেবে তৃণমূলের উপলব্ধি সহ বেশ কিছু পুনরাবৃত্তিমূলক সমস্যা আমাদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে। এই উপলব্ধিগুলিকে প্রতিহত করতে আমরা বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম। যেমন জাতীয় পর্যায়ে একজন অসমিয়া নেতার প্রয়োজন, টালিগঞ্জে ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার বাসভবনকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা এবং কোচবিহারের মধুপুর সত্রকে একটি সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তর করা। এগুলো সমাধান করতে আপনার সঙ্গে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা দিদির সঙ্গে একটি অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করার জন্য গত দেড় বছর ধরে বারবার চেষ্টা করা সত্ত্বেও আমি ব্যর্থ হয়েছি…তাই আজ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।’