Barak Updates
হজযাত্রী হেনস্তায় ধৃত ৩
২৮ জুনঃ শিলচরে হজযাত্রীদের হেনস্তার ঘটনায় পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে। ধৃতরা সব্যসাচী চক্রবর্তী, বাপ্পি দাস ও জয়দীপ পাল। তাদের মধ্যে জয়দীপ ১৮-অনূর্ধ্ব। তাকে শুক্রবারই চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে সোপর্দ করা হয়। পরে বিচারকের নির্দেশে তাকে হোমে পাঠায় পুলিশ। সব্যসাচী ও বাপ্পীকে আদালতের নির্দেশমত জেলে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তের পরই ধরা হয়েছে তাদের। আরও কেউ জড়িত রয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার ক্ষুব্ধ জনতার কাছে কিছুটা সময় চেয়েছিল পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যেই তিনজন ধরা পড়ার ঘটনাকে সাফল্য বলেই দাবি করছেন তাঁরা।
এ দিকে, শহরে দিনদুপুরে তিন হজযাত্রীকে হেনস্তা ও তক্কি খুলে ফেলার ঘটনার নিন্দায় সরব হয়েছে বরাক উপত্যকার বিভিন্ন সংস্থা-সংগঠন। সোশ্যাল মিডিয়ায়ও এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে।
নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতি (সিআরপিসিসি)-র পক্ষ থেকে একে ন্যাক্কারজনক ঘটনা বলে অভিহিত করে এই ঘটনার নিন্দা জানানো হয়। তারা দোষীদের কঠোরতম শাস্তি প্রদানের জন্য জেলা প্রশাসনের কাছে দাবি জানায়।
সিআরপিসিসি-র মুখপাত্র তমোজিত সাহা বলেন, এনআরসি প্রক্রিয়ায় গণহয়রানির বিরুদ্ধে বাঙালি যাতে ঐক্যবদ্ধ আন্দোলন করতে না পারে, সেজন্যই সাম্প্রদায়িক বিভাজন ও অশান্তি সৃষ্টির চেষ্টা চলছে। এই অবস্থায় কুচক্রীদের ফাঁদে পা না দিতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
English text here