Barak UpdatesAnalyticsSportsBreaking News
স্বামীজির জন্মদিনে এ বারও ডিএসএ-তে ‘চলো মাঠে যাই’
ওয়ে টু বরাক, ১১ জাবুয়ারি : স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে এ বারও ‘চলো মাঠে যাই’ অনুষ্ঠানের আয়োজন করেছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা। কচিকাঁচাদের জন্য এই বিশেষ অনুষ্ঠান শুরু হবে বিকেল তিনটেয়। চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
১২ জানুয়ারি যুব দিবসে ২০২০ সাল থেকেই এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে ডিএসএ। এ বার এর চতুর্থ সংস্করণ অনুষ্ঠিত হবে। রবিবার বিকেলে শিলচর স্টেডিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিলচর রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি।
চলো মাঠে যাই কর্মসূচিতে ক্রিকেট, ফুটবল, হকি, ক্যারাটে, ট্রাইকোয়ান্ড সহ বিভিন্ন ইভেন্টের প্রদর্শন থাকবে। এছাড়া নতুন তিনটি ইভেন্ট উশু, সেপাকটাকরো ও কিক বক্সিং সংযোজন করা হয়েছে। সবকিছুই হবে জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, পড়াশোনার চাপ এবং চার দেওয়ালের বন্দি জীবন থেকে বের করে শিশুদের খোলা আকাশের নিচে খেলাধুলোর সুযোগ করে দেওয়াই এই ইভেন্টের মূল লক্ষ্য। অংশগ্রহণকারীদের এ দিন স্পোর্টস স্যু পরে মাঠে আসার অনুরোধ জানিয়েছেন। তারা আরও বলেছেন, যারা বিভিন্ন ইভেন্টে যোগ দেবে তাদের পানীয়জল, হালকা খাবার ও সার্টিফিকেট দেওয়া হবে।