Barak Updates
স্বাধীনতা দিবসে শিবনারায়ণপুরে স্বাস্থ্য শিবির
১৫ আগষ্ট : স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্র সংগঠন অল ইণ্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেণ্ট অর্গানাইজেশন ও শিলচরের বিজ্ঞান ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা পিপলস সায়েন্স সোসাইটির যৌথ উদ্যোগে এক স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৯নং শিবনারায়নপুর প্রাথমিক বিদ্যালয়ে হয় এই শিবির। বন্যাক্রান্ত এই গ্রামে রোগীদের কাছে ওষুধ পৌঁছে দেওয়ার উদ্দেশেই মূলত এই প্রয়াস।
এ দিনের শিবিরে প্রায় ২৫০ জন রোগীকে পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেওয়া হয়। পাশাপাশি তাদের সম্পূর্ণ বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। শিবিরে চিকিৎসকদের মধ্যে ছিলেন সানাউল রহমান, আহমেদ হুসেন লস্কর ও ফজলুল করিম। রোগীদের মধ্যে চর্মরোগীর সংখ্যা বেশি হলেও শিবিরে প্রায় সবরকম রোগীর উপস্থিতি ছিল।
এ দিন কিছু সংখ্যক মধুমেয় রোগে আক্রান্ত রোগীকেও রক্ত পরীক্ষা করে ওষুধ দেওয়া হয়। অনুষ্ঠানে ছাত্র সংগঠনের পক্ষ থেকে ছিলেন তুতন দাস ও প্রেমানন্দ দাস। তাছাড়া বিজ্ঞান সংস্থার শাহজাহান তালুকদার ও অপ্পু রবিদাস ছিলেন সক্রিয় ভূমিকায়। সহযোগিতায় ছিলেন স্থানীয় সমাজসেবী সিরাজুর রহমান বড়ভূঁইয়া।