Barak UpdatesAnalyticsBreaking News
স্বরঝংকার ও গুরুকুল পরম্পরার ব্যবস্থাপনায় শাস্ত্রীয় সংগীতের আসর শিলচরে
ওয়ে টু বরাক, ৯ সেপ্টেম্বর ঃ আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার ভারতীয় শাস্ত্রীয় সংগীত নিয়ে চর্চারত সংস্থা মহারাষ্ট্রের পুনের স্বরঝংকার ও শিলচরের গুরুকুল পরম্পরার যৌথ উদ্যোগে স্থানীয় বঙ্গভবনে অনুষ্ঠিত হতে চলেছে দুদিনব্যাপী শাস্ত্রীয় সংগীতের আসর। এই অনুষ্ঠানের শাস্ত্রীয় সংগীতের বিভিন্ন বিভাগ যথাক্রমে খেয়াল, বেহালা, তবলা, কত্থক নৃত্য ও সেতারে স্থানীয় শিল্পীদের পাশাপাশি উপস্থিত থাকবেন পুনে থেকে আসা তরুণ প্রজন্মের শিল্পীরা।
তাছাড়া মুম্বাই ও পুনে থেকে আসবেন আন্তর্জাতিক মানের শিল্পী বেহালা বাদক পণ্ডিত তেজস উপাধ্যায়, বিশ্ববরেণ্য শিল্পী সেতার বাদক পণ্ডিত পূর্বায়ন চট্টোপাধ্যায় ও তবলায় থাকবেন পণ্ডিত ওজাস আধিয়া। পুনেতে শাস্ত্রীয় সংগীতের ওপর ভিত্তি করে গঠিত সংস্থা স্বরঝংকার মূলত শাস্ত্রীয় সংগীতের প্রচার ও প্রসারে কাজ করছে এবং উদীয়মান শিল্পীদের প্রতিভাকে দর্শকদের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়ে সমগ্র দেশে এবং বিদেশের বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে। এ বছর এদের মূল লক্ষ্য হচ্ছে সমগ্র দেশজুড়ে বিভিন্ন জায়গায় দেড়শ’ অনুষ্ঠান করা। এই লক্ষ্যকে সামনে রেখে সমগ্র উত্তর পূর্বাঞ্চলে প্রথমবার শিলচরে তাদের অনুষ্ঠান হতে যাচ্ছে।
এই সমগ্র অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে সহযোগিতা করছেন গুরুকুল পরম্পরার কর্ণধার দীপক রঞ্জন বকসি, সুতপা বকসি ও তাদের পুত্র উদীয়মান তবলা বাদক তারাশিস বকসি। এই অনুষ্ঠানে পুনে থেকে যেসব উদীয়মান শিল্পীরা অংশগ্রহণ করবেন তারা হলেন বেহালা বাদক আমন ওয়াখেড়কর, কণ্ঠসঙ্গীতে আদিনাথ বৈদ্য ও কথক নৃত্যে থাকবেন কুমারী ময়ূরী হরিদাস।
স্থানীয় শিল্পীদের মধ্যে উপস্থিত থাকবেন কণ্ঠ সংগীতে গুরুকুল পরম্পরার অধ্যক্ষা সুতপা বকসি, সেতারে রাজর্ষি ভট্টাচার্য, তবলায় সমুজ্জল ভট্টাচার্য, ড. শুভাশিস চৌধুরী ও তারাশিস বকসি, হারমোনিয়ামে থাকবেন সন্দীপ ভট্টাচার্য। এছাড়া অনুষ্ঠানে থাকবে বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পী পম্পি চক্রবর্তীর পরিচালনায় ছাত্র-ছাত্রীদের কত্থক নৃত্যের অনুষ্ঠান এবং গুরুকুল পরম্পরার ছাত্রছাত্রীরা পরিবেশন করবে শাস্ত্রীয় সংগীত।