Barak UpdatesBreaking News

জঞ্জাল-দুর্ভোগের মধ্যে জেলাশাসকের দাবি, ‘স্বচ্ছতাই সেবা প্রকল্পে’ কাছাড়ের অগ্রগতি আশাব্যঞ্জক

২৬ সেপ্টেম্বর : শহরবাসীর জঞ্জাল-দুর্ভোগের মধ্যেই ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ‘স্বচ্ছতাই সেবা প্রকল্পে’ কাছাড় ইতিমধ্যে যথেষ্ট অগ্রগতি লাভ করেছে বলে দাবি করলেন জেলাশাসক ডাঃ এস লক্ষণন। মঙ্গলবার সন্ধ্যায় শিলচরে জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের তত্ত্বাবধানে জেলাজুড়ে স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ ও শিলচর পুরসভা এলাকায় আবর্জনা সাফাইয়ে উল্লেখযোগ্য সাফল্য এসেছে।

Rananuj

২ অক্টোবর এই কার্যক্রমের সমাপ্তি দিবসে বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ওইদিন সকাল ৭টায় ফাটকবাজার সাফাই করা হবে। পরে গুরুচরণ কলেজে হবে গণঅভিবর্তন। এই কর্মসূচিতে অংশ নিয়ে যারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, সেই সব স্কুল, অফিস, সংস্থাকে সে দিন পুরস্কৃত করা হবে। শিলচর পুরসভার সাফাই কর্মীদেরও পুরস্কার দেওয়া হবে। সে দিন জেলাশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করারও পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

লক্ষ্মণন জানান, অনাময় প্রকল্পে কাছাড়ের ১৫টি ব্লকের ১০১৫টি গ্রামে মোট ১ লক্ষ ৩৪ হাজার ২৮৫টি শৌচাগার তৈরি করা হয়েছে। আরও আড়াই হাজারটি নির্মিত হবে। পুর সদস্য রাজেশ দাস জানান, শিলচর পুরবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শহরের নির্দিষ্ট স্থান ছাড়া প্রকাশ্যে আবর্জনা ফেললে জরিমানা করা হবে। প্রথমবার কাউকে পাওয়া গেলে জরিমানা হবে ৫০০ টাকা, দ্বিতীয়বার জরিমানা হিসেবে এক হাজার টাকা দিতে হবে। এজন্য পুর এলাকায় ইন্সপেক্টর নিয়োগ করার বিষয়ে পুরবোর্ড সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান। কিন্তু জঞ্জাল নিষ্কাশনে পুরসভার ততপরতা বৃদ্ধি বা বর্জ্যপদার্থ রিসাইক্লিং প্লান্টের নামে যে দফায় দফায় সভা-সমিতি হয়েছে, এর অগ্রগতি নিয়ে তাঁরা নীরবতা পালন করে চলেছেন। যেমন পুরসভা, তেমনি জেলা প্রশাসন।

English

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker