Barak Updates
স্পোকেন সংস্কৃত কোর্স শেষ হল কাছাড় কলেজে
১০ মে : কাছাড় কলেজে ১০ দিনের স্পোকেন সংস্কৃত কোর্স কর্মশালা শেষ হল বৃহস্পতিবার। এ উপলক্ষে কলেজের সেমিনার হলে এক অনুষ্ঠান আয়োজিত হয়। পৌরোহিত্য করেন অধ্যক্ষা ড. লক্ষীতন সিংহ। প্রধান অতিথি ছিলেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের মহারাজ স্বামী বৈকুণ্ঠানন্দ। অন্যান্য অতিথিদের মধ্যে সংস্কৃত ভারতী পূর্বোত্তর ভারতের সভাপতি ড. শঙ্কর ভট্টাচার্য, রোটারি ক্লাব, শিলচরের প্রবন্ধক শিবব্রত দত্ত, এলাআইসির দেবরাজ মৈত্র প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রত্যেকেই সংস্কৃত ভাষা শিক্ষার প্রচার-প্রসার ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ভারতীয় ঐতিহ্য-সংস্কৃতির প্রতীক এই ভাষাকে কেন সরকার প্রকৃত মর্যাদা দিচ্ছে না? দেশ থেকে উৎপত্তি এই প্রাচীন ভাষাকে শিক্ষা ক্ষেত্রে নিয়মিত করা হচ্ছে না কেন? এমন গুচ্ছ প্রশ্ন তোলা হয় অনুষ্ঠানে। সরকারি ভাবে সংস্কৃত ভাষাকে পুরোপুরি গ্রহণের দাবিও ওঠে।
এর আগে স্বাগত ভাষণ দেন কর্মশালার সমন্বয়ক ড. শিল্পী দত্তমজুমদার। প্রশিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা, রোটারি ক্লাবের কর্মকর্তা সহ অন্যরা সামিল ছিলেন অনুষ্ঠানে। প্রসঙ্গত, ২৯ এপ্রিল থেকে শুরু হয় কোর্স। পরিচালনায় ছিল কলেজের আইকিউএসি সেল ও সংস্কৃত ভারতী। সহযোগিতায় এগিয়ে এসেছে এলআইসি ও রোটারি ক্লাব, শিলচর। প্রায় ৭০ জন প্রশিক্ষার্থী অংশ নেন এই কর্মশালায়।