Barak UpdatesCultureBreaking News

স্থানীয় দুই দল নাম তুলে নিল! আজ ৪ নাটক

১৮ ফেব্রুয়ারি: দূরদূরান্ত থেকে অভিনেতারা এসে রূপম আয়োজিত নরেশচন্দ্র পাল স্মৃতি একাঙ্ক নাটক প্রতিযোগিতাকে প্রকৃত অর্থে সর্বভারতীয় করে তুলছেন৷ প্রতিযোগিতা এগোচ্ছে তাল মিলিয়ে৷ দর্শকরাও প্রভূত সাড়া দিচ্ছেন৷ কিন্তু হঠাৎ কোনও দল প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে দর্শকরা হতাশ হন৷ সোমবার দুটি স্থানীয় সংগঠনের নাটক অভিনীত হয়নি৷ নন্দিনী সাহিত্য চক্র এবং মেহেরপুরের নয়া গ্রুপ প্রতিযোগিতায় অংশ নেয়নি৷ দর্শকদের অনেকে জেলা গ্রন্থাগার প্রাঙ্গণে লাগানো বিশাল বোর্ড দেখে পরের দিন কখন আসবেন তা স্থির করেন৷ আয়োজকদের সে ক্ষেত্রে সমস্ত অদলবদলের তথ্য ওই বোর্ডে প্রতিফলিত করা প্রয়োজন বলেই অনেকের অভিমত৷

মঙ্গলবার প্রথম নাটক অগ্নিশুদ্ধি৷ নাট্যকার চন্দন সেন৷ নির্দেশনা রুপু চন্দ৷ প্রযোজনা দশরূপক৷

নাটকের বিষয়বস্তু: আমাদের সামাজিক, রাজনৈতিক জীবনধারায় নারীর অবস্থান কোথায়! সীতা, শকুন্তলা, থেকে এই নাটকের যমুনাবতী সবাই বিভিন্নভাবে লাঞ্ছিত, নির্যাতিত, অপমানিত৷ আসলে সবই রাজনৈতিক স্বার্থ৷ সঙ্গে যোগ হয় জাতপাতের খেলা৷ অচ্ছুতদের শুভকর্ম থেকে দূরে সরিয়ে রাখার জন্যও চলে নির্যাতন৷ এই সব নিয়েই নাটক অগ্নিশুদ্ধি৷

দ্বিতীয় নাটক স্ট্যাচু৷ নাট্যকার : কৃপাণ মৈত্র।

অভিনয়ে—> শুভেন্দু চক্রবর্তী, তাপস পাল, প্রতীম কুমার দেব, মৌসুমি ভট্টাচার্য, রাজশ্রী দে কানুনগো, সুরজিৎ দেব, প্রান্তিক দাস, দীপঙ্কর দেব, স্বরূপ দাস, সাগর দাস ও সাগরময় দাস। আলো : শুভ্রজ্যোতি দাম। মঞ্চ : সাগর দাস। রূপসজ্জা ও আবহ : সুরজিৎ দেব। নিদের্শনায় :- দীপঙ্কর দেব। পরিবেশনায়:- বিশ্ববীণা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা, করিমগঞ্জ, আসাম৷

বিষয়বস্তু : স্ট্যাচু প্রাণহীন হলেও তাদের উপস্থিতি মানুষের মনে অনুপ্রেরণা সৃষ্টি করে। মানুষ গভীর শ্রদ্ধাভক্তির সঙ্গে তাদের প্রিয়জনের স্মৃতিতে স্ট্যাচু গড়েন৷ কিন্তু তারাই আবার এই স্ট্যাচুগুলিকে নির্দিষ্ট দিবস ছাড়া বাকিদিন অবহেলায় অবজ্ঞায় ফেলে রাখেন। যা মোটেই কাম্য নয়। বর্তমানে এই পাথরের স্ট্যাচুগুলি রাজনৈতিক ও ধর্মীয় সন্ত্রাসের শিকার হচ্ছে । আর আমরা? আমাদের প্রাণ থাকা সত্ত্বেও আমরা স্ট্যাচুর ভূমিকা পালন করছি। এই নিয়েই নাটক স্ট্যাচু।

তৃতীয় নাটক সুন্দর৷ রচনা মোহিত চট্টোপাধ্যায়৷ নির্দেশনা রুমি রায়৷ প্রযোজনা গণসুর৷

পৃথিবীতে কেউই অসুন্দর নয়, সকলের মধ্যে সবকিছুর মধ্যেই সুন্দর আছে৷ শুধু খুঁজে নিতে হবে ৷ এই নিয়েই নাটক সুন্দর৷

মঙ্গলবারের চতুর্থ তথা শেষ নাটক স্বর্ণমৃগ৷ রচনা সুশান্ত মুখোপাধ্যায়৷ নির্দেশনা অমিতাভ চৌধুরী৷ প্রযোজনা বহুরূপী, করিমগঞ্জ৷

নিজেদের স্বপ্নপূরণে অনেক অভিভাবকই সন্তানদের বিদেশে পাঠিয়ে দেন৷ কৈশোরেই তারা মা-বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ শেষে অনেকেই আর বাড়ি ফিরে আসে না৷ এ নিয়েই নাটক স্বর্ণমৃগ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker