NE UpdatesAnalyticsBreaking News
স্কুলে বাইরের সংস্থার কোনও অনুষ্ঠান চলবে না, বার্তা শিক্ষামন্ত্রীর
গুয়াহাটি, ৮ জুলাই ঃ স্কুল কর্তৃপক্ষকে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু। তিনি জানান, স্কুলের ছাত্র-শিক্ষক ও অন্য কর্মীদের সকাল ৯টার মধ্যে অবশ্যই বিদ্যালয়ে ঢুকতে হবে। কারণ ৯টায় স্কুলের গেট বন্ধ করে দেওয়া হবে। এর পাশাপাশি শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি, শিক্ষা বিভাগের অনুমতি ছাড়া বিদ্যালয় কর্তৃপক্ষ বাইরের কোনও দল ও সংগঠনকে বিদ্যালয় চত্বরে সভা-সমিতি বা অনুষ্ঠান করার অনুমতি দিতে পারবেন না।
স্কুলের প্রধান শিক্ষক বা অধ্যক্ষকে শিক্ষামন্ত্রী জানিয়ে দেন, স্কুলে পাঠরত কোনও ছাত্রছাত্রীকে ধর্না বা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া যাবে না। এর পাশাপাশি শিক্ষকরাও সামাজিক মাধ্যমে কোনও আপত্তিজনক মন্তব্য করতে পারবেন না।
মন্ত্রী পেগু স্কুল পরিচালনা ও পাঠদান ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য স্কুল রুলবুকের উল্লেখ করে জানান, এখন থেকে প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীকে এই নিয়ম মেনে চলতে হবে। তাছাড়া শিক্ষকরা প্রাইভেট টিউশন করতে পারবেন না বলেও উল্লেখ করেছেন ডাঃ পেগু। তিনি আরও বলেন, একজন পড়ুয়া এক সপ্তাহের বেশি বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে কর্তৃপক্ষকে বিষয়টি বিভাগীয় উচ্চপদস্থ আধিকারিকদের জানাতে হবে।