NE UpdatesIndia & World UpdatesAnalyticsBreaking News
সোমবার রাহুল গান্ধী লক্ষীপুর-জিরিবামে আসছেন
নতুনদিল্লি, ৬ জুলাই : আগামী ৮ জুলাই সোমবার কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মণিপুর সফরে আসছেন। রাজ্যে সফরকালে তিনি ত্রাণ শিবির পরিদর্শন করবেন এবং মণিপুরের কংগ্রেস নেতাদের সঙ্গে দেখা করবেন। তিনি ত্রাণ শিবিরে আশ্রিতদের সঙ্গে কথা বলতে অসমের লক্ষীপুরেও আসছেন, সফর করবেন জিরিবামও৷ গান্ধী একই দিনে মৈরাং এবং চূড়াচাঁদপুর সহ বিভিন্ন জায়গায় যাবেন এবং ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।
এই বছর, রাহুল গান্ধী মণিপুরের থৌবাল থেকে দলের প্রচার কর্মসূচি, ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেন। এই যাত্রা মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত ১৫টি রাজ্যজুড়ে ৬৭০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করেছে। এর আগে এই বছর মণিপুরে এক সমাবেশে রাহুল গান্ধী রাজ্যে সাম্প্রতিক জাতিগত সংঘর্ষের জন্য বিজেপির তীব্র সমালোচনা করেছিলেন।
রাজ্যে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষ ২০২৩ সালের মে মাসে শুরু হয় এবং মাসব্যাপী হিংসায় ২২০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।