NE UpdatesAnalyticsBreaking News
সোমবার যোরহাট থানায় হাজিরা দেবেন ভূপেন বরা
গুয়াহাটি, ১১ ফেব্রুয়ারি ঃ আসামে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা কবেই শেষ হয়েছে, কিন্তু এর প্রভাব থেকে কংগ্রেস নেতৃত্ব পরিত্রাণ পায়নি। আগামীকাল অর্থাৎ সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরাকে থানায় হাজিরা দিতে হবে। উল্লেখ্য, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় যোরহাট জেলায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তখনই যোরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার ভিত্তিতে রবিবার তদন্তকারী অফিসারের সামনে হাজির হন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি রানা গোস্বামী।
ভারত জোড়ো ন্যায় যাত্রার ফলে যোরহাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগে যোরহাট পুলিশ নিজে থেকেই প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা, কার্যকরী সভাপতি রানা গোস্বামী ও রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রার সামগ্রিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বালাকৃষ্ণাণ বাইজুর বিরুদ্ধে মামলা দায়ের করে। এর ভিত্তিতে ইতিমধ্যে ৩১ জানুয়ারি যোরহাট সদর থানায় উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করেন ভূপেন বরা। ১০ ফেব্রুয়ারি বাইজুও থানায় এসে সাক্ষ্য প্রদান করেন। এ দিকে যোরহাট পুলিশ জামিন বিহীন দুটি সহ মোট ৪টি ধারার অধীনে মামলা দায়ের করে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরাকে ১২ ফেব্রুয়ারি সকাল ১০টায় থানায় হাজির হতে দ্বিতীয়বার সমন পাঠায়। এর প্রেক্ষিতেই সোমবার হাজিরা দেবন প্রদেশ সভাপতি।