NE UpdatesAnalyticsBreaking News
সোমবার থেকে ত্রিপুরায় অ্যান্টিজেন ডিটেকশন কিট দিয়ে টেস্ট শুরু
৮ জুলাই : ত্রিপুরা সরকার খুব শীঘ্রই বাড়ি বাড়ি ঘুরে কোভিড-১৯ টেস্ট শুরু করবে। তবে প্রথম পর্যায়ে এই টেস্ট হবে রাজ্যের ২৮টি কন্টেইনমেন্ট জোন এলাকায়। এরপর হবে সারা রাজ্যে। রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথ এ কথা জানিয়ে বলেন, বর্তমানে কন্টেইনমেন্ট জোন এলাকায় ৭৬২৯ জন বসবাস করছেন। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক সদস্যের স্ক্রিনিং করবেন। যাদের জ্বর বা শরীরে অন্য উপসর্গ পাওয়া যাবে তাদের কোভিড-১৯ টেস্ট করা হবে। এই টেস্টগুলো অ্যান্টিজেন ডিটেকশন কিট দিয়ে করা হবে।
তিনি আরও জানান, রাজ্য সরকার এর পাশাপাশি আগামী সপ্তাহ থেকেই অ্যান্টিজেন ডিটেকশন কিটের মাধ্যমে বিমান, ট্রেন ও সড়কপথে আসা যাত্রীদের কোভিড টেস্ট শুরু করবে। যাত্রীরা যখন রাজ্যে প্রবেশ করবেন, তখনই তাদের সোয়াব নেওয়া হবে এবং যতক্ষণ পর্যন্ত ফল আসবে না, ততক্ষণ তাদের সেখানেই অপেক্ষা করতে হবে। তবে ফল আসতে সর্বোচ্চ এক ঘণ্টা সময় লাগতে পারে। ওই সময় যদি কোনও যাত্রীর পজিটিভ ধরা পড়ে, তাঁকে সঙ্গে সঙ্গে কোভিড কেয়ার সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। আর যারা নিগেটিভ হবেন, তাদের ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।
এ দিন মন্ত্রী নাথ বলেন, রাজ্যের বর্তমানে ৪০ হাজার অ্যান্টিজেন ডিটেকশন কিটের প্রয়োজন। এখন ১৫ হাজার কিট রয়েছে। এই কিটের মাধ্যমে মাত্র ৩০ মিনিটের মধ্যেই টেস্ট রিপোর্ট পাওয়া যাবে। তিনি বলেন, বুধবার ক্যাবিনেট কমিটির বৈঠকে রাজ্যে অ্যান্টিজেন টেস্ট শুরু করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রী বলেন, আগামী সোমবার থেকেই ত্রিপুরায় এই টেস্ট শুরু হয়ে যাবে।