NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News
সোনাপুরের ধস সরাতে এন এইচ কর্তৃপক্ষের সাহায্য চাইলেন ইস্ট জয়ন্তিয়ার জেলাশাসক
ওয়ে টু বরাক, ১৭ জুন ঃ টানা বৃষ্টিতে সোনাপুরে ধস পড়ার ফলে বন্ধ হয়ে রয়েছে বদরপুর-জোয়াই ৬নং জাতীয় সড়ক। সোনাপুরে টানেলের পাশে পাহাড় থেকে মাটি ও পাথর প্রবল জলের তোড়ে নেমে আসায় সড়কপথে দেশের বাকি অংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে বরাক উপত্যকা সহ ত্রিপুরা ও মিজোরাম। এই পরিস্থিতিতে মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলস জেলার জেলাশাসক জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এক চিঠি লিখে এ ব্যাপারে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন।
চিঠিতে তিনি লিখেছেন, এই সড়কটি ত্রিপুরা, মিজোরাম ও আসামের এই অংশের লাইফলাইন। তাছাড়া এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনগুলোকে অন্য কোনও বিকল্প পথে চলাচলের সুযোগ করে দেওয়ারও সুবিধে নেই। এ অবস্থায় কী করে এই বিশাল পরিমাণ পাথর-মাটি শীঘ্রই সরানো যায় এবং যানবাহনের চলাচল কীভাবে তাড়াতাড়ি স্বাভাবিক করা যায়, সে ব্যাপারে এনএইচ হাইওয়ে অথরিটির হস্তক্ষেপ জরুরি।
এর পাশাপাশি তিনি জনগণকে এই সড়ক দিয়ে এখনই চলাচল না করার অনুরোধ জানিয়েছেন। ইস্ট জয়ন্তিয়া হিলস-এর জেলাশাসক যাত্রীদের বিকল্প পথ ব্যবহারেরও অনুরোধ করেছেন।