NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News
সেপ্টেম্বরে স্কুল খোলার জন্য দুটি শর্ত রাখলেন হিমন্ত
১০ আগস্ট : কোভিড মহামারীর জন্য দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। কিন্তু ভাইরাস সংক্রমণের হারের দিকে লক্ষ্য রেখে বেশ কয়েকটি রাজ্য স্কুল-কলেজগুলো পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। পাঞ্জাবের মতো রাজ্য ইতিমধ্যেই স্কুল-কলেজ খুলে দিয়েছে। অন্য কয়েকটি রাজ্যও আগস্টের মাঝামাঝি স্কুল খোলার চিন্তাচর্চা করছে।
শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে কয়েকটি রাজ্য এমন সিদ্ধান্ত গ্রহণ করলেও আসামের বিদ্যালয়গুলো কবে নাগাদ খোলা হবে, সে সম্পর্কে এখনও সিদ্ধান্ত নেয়নি হিমন্তবিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার। আসামের স্কুলগুলো কবে খুলবে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এর জন্য দুটি শর্ত বেঁধে দিয়েছেন।
নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, যদি ১ সেপ্টেম্বর পর্যন্ত দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ৫০০-এর নিচে নেমে যায় অথবা রাজ্য সরকার দেড় কোটি মানুষকে ভ্যাকসিন প্রদানের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারে, তাহলে চূড়ান্ত বর্ষের শ্রেণিগুলো খুলে দেওয়ার ক্ষেত্রে চিন্তাচর্চা করা যেতে পারে। তবে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার এই মন্তব্যে এ কথা স্পষ্ট যে, বিদ্যালয়গুলো সেপ্টেম্বরের মাঝামাঝি খোলার পরিকল্পনা আপাতত রাজ্য সরকারের নেই। তবে লক্ষণীয় বিষয় হলো যদি রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দেওয়া শর্ত দুটো পূরণ হয়ে যায়, সেক্ষেত্রে চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের ক্লাসগুলো খুলে দেবে সরকার। তবে নিচু ক্লাসের পড়ুয়ারা কবে পর্যন্ত শ্রেণিকক্ষে গিয়ে ক্লাস করতে পারবে সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।