Barak UpdatesBusinessBreaking News

সুরমিতাজ: এ বার ৮৫০ টাকাতেও পুজোর শাড়ি

ওয়েটুবরাক১০ সেপ্টেম্বর : ‘সুরমিতাজ’৷ নামেতেই কেমন যেন এক আভিজাত্য বোধ! সঙ্গে ভীতিরও উদ্রেক করে৷ অনেকে মনে করেন, ওই শো-রুমে তো নয়ই, এমনকী তাঁর সোশ্যাল মিডিয়া গ্রুপে ঢুঁ মারারও যুক্তি নেই৷ ওখানে যেমন ভাল ভাল শাড়ি-সালোয়ার, তেমনি সে সবের চড়া দাম৷ অনেকে না জেনে-বুঝেই বলে দেন, ‘সুরমিতাজ’ আমাদের জন্য নয়৷

Rananuj

ভুল ধারণা ভেঙে দিলেন সুরমিতা পোদ্দার নিজেই৷ বললেন, পূজায় মানুষ খুব দামি  কেনাকাটা করেন না৷ এই সময়ে যে চারদিকে খরচ আর খরচ! নিজের জন্য কেনা বড় কথা নয়, পরিবারের সদস্যদের জন্য তো চাই৷ এ ছাড়া, বেশকিছু পোশাক কিনতে হয় উপহার হিসাবে৷ অম্বিকাপট্টিতে অধরচাঁদ স্কুলের বিপরীতে অস্থায়ী শোরুমে ক্রেতাদের শাড়ি দেখাতে দেখাতেই বললেন, “এ বার আমার টার্গেট সব্বাই৷ তাই ৮৫০ টাকা দামের শাড়িও এনেছি৷ সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে পুজো আইটেমস৷” শনি ও রবিবার দুদিনের জন্য ওই শোরুম খোলা হয়েছে৷ এটি রামনগরের শোরুমেরই পূজা সংস্করণ৷

সুরমিতার কথায়, সব রাজ্যের শাড়ি রয়েছে তাঁর কাছে৷ আছে ব্লাউজ, সালোয়ার, জুয়েলারিও৷ ব্লাউজগুলি দিল্লির সুপরিচিত ডিজাইনিং হাউস থেকে বানানো৷ সালোয়ারে রয়েছে প্রচুর ভ্যারাইটি৷ পাকিস্তানের কয়েকটি সালোয়ার তুলেছেন পুজোর জন্য, জানালেন সুরমিতা৷ অম্বিকাপট্টির অস্থায়ী শো-রুমে দুদিনের এই প্রদর্শনীতে চোখে দেখে, হাতে ধরে যেমন কেনাকাটা করা যাচ্ছে, তেমনি সোশ্যাল মিডিয়াতেও ‘সুরমিতাজ’ গ্রাহকদের সেবায় প্রস্তুত৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker