Barak UpdatesBreaking News

সুরক্ষা চেয়ে নির্মাণ শ্রমিকদের ধর্না শিলচরে
Construction labourers organise dharna in demand of security

১৫ নভেম্বর : উঁচু ভবনে কাজ করার সময় শ্রমিকদের ক্ষেত্রে বড় ধরনের বিপদের ঝুঁকি থেকেই যায়। তবে কোমরে সুরক্ষা বেল্ট লাগিয়ে এই ঝুঁকি কিছুটা হলেও কমানো সম্ভব। বৃহস্পতিবার শিলচরে জেলাশাসকের কার্যালয়ের সামনে ধর্না দিয়ে নির্মাণ শ্রমিকরা সরকারের কাছে তাদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবি জানান। এর পাশাপাশি নির্মাণ শ্রমিকরা দাবি জানিয়েছেন, তাদের মাসিক পেনশন ন্যূনতম সাত হাজার টাকা করতে হবে। দিল্লিতে নির্মাণ শ্রমিকদের মাসিক পেনশন সাত হাজার টাকা হলেও আসামে তা মাত্র আড়াই হাজার টাকা।

Pic Credit:Eagle

সিপিআইএমএল-এর কাছাড় জেলা কমিটি এবং এআইসিসিটিইউ অনুমোদিত সারা আসাম নির্মাণ শ্রমিক ইউনিয়নের কাছাড় জেলা কমিটি যৌথভাবে এ দিন ধর্না কর্মসূচি পালন করে। এর আগে এ দিন নির্মাণ শ্রমিকরা মিছিল করে আসেন জেলাশাসকের কার্যালয় চত্বরে। সিপিআইএমএল-এর কাছাড় জেলা কমিটির সম্পাদক হায়দার হোসেন চৌধুরী শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, মূল্যবৃদ্ধির চাপে বর্তমানে শ্রমিকদের পরিবার চালানো সমস্যা হয়ে পড়েছে।

Pic Credit:Eagle

এআইসিসিটিইউ-র কাছাড় জেলা সম্পাদক অসীম নাথ বলেন, রাজ্য সরকার নির্মাণ শ্রমিক ও অন্যান্য কনস্ট্রাকশন ওয়েলফেয়ার বোর্ডের ঘোষিত প্রকল্পগুলি যথাযথভাবে পূরণ করছে না। অথচ এই বোর্ডের কোটি কোটি টাকা লুটপাট চলছে।

দুটি সংগঠনের পক্ষ থেকে এ দিন শিলচর মেডিক্যাল কলেজে খুব শীঘ্রই একটি নিউরোলজি বিভাগ চালু করা এবং এনআরসি থেকে প্রকৃত ভারতীয়দের নাম কাটা বন্ধ করারও দাবি জানানো হয়। এ দিন নির্মাণ শ্রমিকরা জেলাশাসকের মাধ্যমে রাজ্যের শ্রমমন্ত্রীর উদ্দেশে একটি স্মারকপত্র প্রদান করেন। পরে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের কার্যালয়ে গিয়ে লেবার কমিশনারের উদ্দেশেও একটি স্মারকপত্র দিয়েছে দুটি সংগঠন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker