India & World UpdatesAnalyticsBreaking News
সুপ্রিম কোর্টের নির্দেশেই এ বার স্থগিত থাকবে রথযাত্রা
১৮ জুন ঃ সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিহাসে প্রথমবারের মতো স্থগিত রাখা হবে পুরির ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। ফলে এ বছর আর বহু প্রতীক্ষিত রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে না। মুখ্য বিচারপতি এস এ বোবদে, বিচারপতি দীনেশ মহেশ্বরী ও বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চ বলেছে, করোনা সংক্রমণের প্রেক্ষিতে সাধারণ মানুষের সুরক্ষার কথা চিন্তা করে এ বছর পুরির রথযাত্রা উৎসবের অনুমতি দেওয়া যাবে না। মুখ্য বিচারপতি বলেছেন, করোনা সংকটের সময় এ বছর রথযাত্রার অনুমতি দিলে প্রভু জগন্নাথ আমাদের ক্ষমা করবেন না।
উল্লেখ্য, আগামী ২৩ জুন রথযাত্রা মহোতসব। এই রথযাত্রাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। এ দিকে, জন সমাগম হ্রাস করার জন্য এর আগে ওডিশা হাইকোর্ট প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ হাতি বা মেশিনে টানার নির্দেশ দিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশে এ বছর রথযাত্রা পুরোপুরি বাতিল করা হল। সুপ্রিম কোর্ট বলেছে, সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই নির্দেশ দিতে আদালত বাধ্য হয়েছে। এর আগে ওডিশা বিকাশ পরিষদ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা আদালতে আবেদন জানিয়ে বলেছিল, রথযাত্রা উপলক্ষে ১০-১২ দিন ধরে চলা উৎসবে কম করেও ১০ লক্ষ মানুষের সমাগম হয়। এ অবস্থায় কী করে সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে বলে পরিষদ প্রশ্ন উত্থাপন করে। সংস্থার আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এ বার রথযাত্রা উৎসব স্থগিত রাখার নির্দেশ দেয়।