Barak Updates
সুপ্রদীপ দত্তরায়ের কবিতার ভিডিও অ্যালবাম
৪ অক্টোবর: ইতি সুপ্রদীপ৷
না, কোনও কবিতার বইয়ের নাম নয়৷ গানের অ্যালবামও নয়৷ দুটোকে একসঙ্গে মিলিয়ে দিয়েছেন কবি সুপ্রদীপ দত্তরায়৷ পুজোর মুখে তিনি তাঁর কবিতার ভিডিও অ্যালবাম প্রকাশ করলেন৷ মাউসে ক্লিক করে এর আনুষ্ঠানিক সূচনা ঘটান শিক্ষাবিদ সুমিত্রা দত্ত ও আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী৷ তবে তাঁর কবিতা যে বই হিসেবেও আসতে চলেছে, ইঙ্গিত দেন দত্তরায়৷
অ্যালবামে মোট ছয়টি কবিতার আবৃত্তি ও ভিডিও করা হয়েছে৷ আবৃত্তি করেছেন মনোজ দেব, এনায়তি দেব, রাহুল দেব, পঞ্চতপা চৌধুরী, অর্পিতা নাথ ও সুতনুকা দত্ত ভট্টাচার্য৷ সুতনুকা তিনসুকিয়া থেকে শিলচরে এসেছিলেন শুধু এই কবিতার ভিডিও অ্যালবামের জন্য৷
তাদের আবৃত্তির সঙ্গে অভিনয় করেছেন বিশ্বজিৎ নাথ সমাজপতি, মিনি মালাকার, প্রতীতি শীল, তমিজ এবং সংযুক্তা দত্তরায়৷ মেকআপে ছিলেন কাকলি ঘোষ ও বিশ্বজিত নাথ সমাজপতি৷ চিত্রগ্রহণে পার্থ শীল, আকাশ দে ও রাজ কর৷ ভিডিও পরিচালক প্রণব শীল৷ আবহ সঙ্গীতে পুলক নাথ। চিত্রায়ন সম্পাদনায় পুলক নাথ ও মৃণাল ধর। শব্দধারণের কঠিন কাজটি সম্পাদিত হয় রিতিকা স্টুডিওতে। করেন রণবীর সিং।
অনুষ্ঠানে সুপ্রদীপ দত্তরায়ের পক্ষে তাঁদের সকলের হাতে প্রীতি উপহার হিসেবে একটি করে কলম তুলে দেন ইউনাইটেড ব্যাঙ্কের শিলচর রিজিয়নাল ম্যানেজার মুকেশ কুমার। তাঁর কবি হয়ে ওঠার নেপথ্যকথায় ইউবিআইর রংপুর শাখার ম্যানেজার সুপ্রদীপবাবু বলেন, ফেসবুকে ছবি পোস্ট দিয়ে ক্যাপশন লেখার একটা প্রবণতা আমার ছিল। তা সোজাসুজি না বলে ভিন্ন ঢঙে বলার চেষ্টা করতাম। পরিচিতজনেরা বললেন, এ-ই নাকি কবিতা। আরও লেখার জন্য তারা উতসাহ দিয়েছেন তাঁরা।
সুমিত্রা দত্ত এমন একটি কাজের জন্য সুপ্রদীপবাবুর প্রশংসা করেন। তিনি তাঁর অনুগল্প, ছোটগল্পেরও পাঠক বলে জানান। সেইসঙ্গে দাবি করেন, ওইসব গল্পেরও প্রকাশ ঘটুক। বিশ্বতোষ চৌধুরী বলেন, যে কোনও সৃষ্টিকর্মের প্রাথমিক কথাই হল অন্যের কাছে পৌঁছা। সুপ্রদীপবাবুর কবিতার অধিকাংশ বিষয়ভিত্তিক বলে কারও কাছে পৌঁছাতে সমস্যা হয় না।