Barak UpdatesSportsBreaking News
সুপার ডিভিশন ক্রিকেট শুরু ৮ ডিসেম্বর
৫ ডিসেম্বর: এবার প্রাইজমানি সুপার ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট প্রতিযোগিতা করছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা। আসর শুরু হবে ৮ ডিসেম্বর। এবারও সুপার ডিভিশন হচ্ছে নারায়ণ পালের স্মৃতিতে। দ্বিতীয়বারের মতো স্পনসরের ডালি নিয়ে এগিয়ে এসেছেন হোটেল অংকুরের কর্ণধার অংকুর পাল।
ছয়টি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলি হলো ইন্ডিয়া ক্লাব, টাউন ক্লাব, ইউনাইটেড ক্লাব, ইটখোলা এসি, ক্লাব ওয়েসিস এবং যোগাযোগ সংঘ। প্রতি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ থাকছে। দেওয়া হবে কেবল ট্রফি। প্রতিটি দলকে ম্যাচ বল দেওয়া হবে। তবে ম্যাচ মানি দেওয়া হবে না। এবার খেলা প্রথম দলকে জার্সি দেওয়া হবে। চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার টাকা। রানার্স দল পাবে ২০ হাজার টাকা। সেরা ব্যাটসম্যান, সেরা বোলার , ম্যান অব দ্য ফাইনাল , ম্যান অব দ্য টুর্নামেন্টেরও পুরস্কার থাকছে।
খেলা হবে চল্লিশ ওভারের। বোর্ডের নিয়ম অনুযায়ী হবে। থাকছে পাওয়ার প্লে। ফিল্ডিংয়ের কিছু বিধিনিষেধ থাকছে। সুপার ডিভিশনের জন্য স্পনসরার অংকুর পাল দিচ্ছেন দেড় লক্ষ টাকা। শনিবার সাংবাদিক বৈঠক করে এসব তথ্য জানান ডিএসএ সভাপতি বাবুল হোড় এবং সচিব বিজেন্দ্রপ্রসাদ সিং। এছাড়াও উপস্থিত ছিলেন অংকুর পাল ও নিরঞ্জন দাস।