India & World UpdatesAnalyticsBreaking News
সুধামূর্তিকে রাজ্যসভায় মনোনীত করলেন রাষ্ট্রপতি
নতুনদিল্লি, ৮ মার্চ : রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত হলেন শিক্ষাবিদ, লেখিকা সুধা মূর্তি। শুক্রবার নারী দিবসের দিন এ কথা ঘোষণা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজ মাধ্যমে একটি পোস্ট করে তিনি লেখেন, দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে রাজ্যসভার সাংসদ পদে মনোনীত করেছেন। এই সিদ্ধান্তে তিনি খুশি, সে কথাও জানিয়েছেন মোদি।
এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুধাজির অবদান অনস্বীকার্য। সামাজিক, জনহিতকর, শিক্ষা সহ নানা খাতে তিনি অনেক কাজ করেছেন।” রাজ্যসভার কক্ষে সুধা মূর্তির উপস্থিত নারী শক্তির ক্ষেত্রে শক্তিশালী পদক্ষেপ বলেও নারী দিবসে উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে সাংসদ হিসেবে তাঁর সময়কালের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির স্ত্রী হলেও স্বতন্ত্র পরিচয় রয়েছে সুধা মূর্তির। টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানির প্রথম মহিলা ইঞ্জিনিয়ার হিসাবে কাজ শুরু করেন তিনি। পরে অবশ্য ইনফোসিসে যোগ দেন। সমাজকল্যাণমূলক কাজকর্মের জন্যও পরিচিত তাঁর নাম। তাছাড়াও একাধিক বই প্রকাশ করেছেন সুধা। তাঁর কাজের স্বীকৃতি হিসাবে ২০০৬ সালে পদ্মশ্রী পুরস্কার পান। ২০২৩ সালে তাঁর হাতে পদ্মভূষণ সম্মান তুলে দেয় ভারত সরকার।