Barak UpdatesAnalyticsBreaking News
সীমান্ত সমস্যা খতিয়ে দেখতে বরাকে জিডি ত্রিপাঠি
৯ জুন : হাইলাকান্দি জেলার অসম মিজোরাম সীমান্তের সীমা সমস্যা খতিয়ে দেখতে আগামী ১০ জুন হাইলাকান্দি আসছেন রাজ্যের বর্ডার প্রোটেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের কমিশনার এন্ড সেক্রেটারি জিডি ত্রিপাঠি। ওইদিন সন্ধ্যায় হাইলাকান্দি সার্কিট হাউসে পৌঁছে তিনি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বন বিভাগ সহ বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সীমান্ত সুরক্ষা নিয়ে এক সভায় মিলিত হবেন। পরদিন ১১ জুন সীমান্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করবেন। ১২ জুন সকাল নয়টায় তিনি সড়কপথে গুয়াহাটির উদ্দেশে যাত্রা করবেন।
উল্লেখ্য, এর আগে জিডি ত্রিপাঠি ৯ জুন সড়কপথে করিমগঞ্জ পৌঁছবেন এবং সেখানে জেলা প্রশাসন সহ বিভিন্ন বিভাগের আধিকারিকদের সাথে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করবেন। ১০ জুন সকাল দশটায় তিনি শিলচর পৌঁছে কাছাড়ের জেলা প্রশাসন সহ বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করবেন। এরপর ১০ জুন বিকেলে হাইলাকান্দি যাবেন কমিশনার অ্যান্ড সেক্রেটারি ত্রিপাঠি।