NE UpdatesBarak UpdatesBreaking News
সিপিএমের রাজ্য সম্মেলন শিলচরে, ১৫ই আসছেন মানিক-বৃন্দা
ওয়েটুবরাক, ৪ ফেব্রুয়ারি : আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি সিপিএমের ২৩-তম আসাম রাজ্য সম্মেলন৷ এ বার তা শিলচরে অনুষ্ঠিত হচ্ছে ৷ এর আগে এখানে রাজ্য সম্মেলন হয়েছিল ১৯৮৮ সালে৷ নুরুল হুদা, অচিন্ত্য ভট্টাচার্যরা তখন নেতৃত্বে৷ ইএমএস নাম্বুদ্রিপাদ এসেছিলেন৷ সে বার কাছাড় কলেজেই ছিলেন প্রতিনিধিরা৷
৩৪ বছর পর ফের শিলচরে রাজ্য সম্মেলন বলে এখানকার নেতা-কর্মীরা এখন আয়োজনে ব্যস্ত৷ মোট ৩৩০ জন প্রতিনিধি রয়েছেন৷ এর মধ্যে কোনও স্কুল-কলেজ মেলেনি৷ সম্মেলনের জন্য রাজীব ভবনকে বেছে নেওয়া হয়েছে৷
তিনদিনের সম্মেলনে পর্যবেক্ষক হিসাবে উপস্থিত থাকবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত ও নীলোৎপল বসু৷ কোভিড আবহের দরুন জেলা প্রশাসন প্রকাশ্য সভার অনুমতি দেয়নি৷ শুধু হলসভা করতেই বলা হয়েছে৷ তাই তাঁরা এ বার ১৫ ফেব্রুয়ারির উদ্বোধনী পর্ব প্রতিনিধিদের মধ্যে সীমিত না রেখে সকলের জন্য খুলে দিচ্ছেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে পর্যবেক্ষকরা বক্তৃতা করবেন৷ থাকবেন অসমের একমাত্র সিপিএম বিধায়ক মনোরঞ্জন তালুকদারও৷ হেমেন দাস, উদ্ধব বর্মনরাও আসছেন৷
আজ শুক্রবার শিলচরে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছেন জেলা সম্পাদক দুলাল মিত্র৷ মত বিনিময় করেন রেজামন্দ আলি বড়ভুইয়া, ড. পরিতোষ দত্ত, বিদ্যুৎ দেব, দেবজিৎ গুপ্ত, সুভাষ দেব, দেবজ্যোতি দে, সুরজিৎ ঘোষ প্রমুখ৷ তাঁরা জানান, সম্মেলন আয়োজন ও সুষ্ঠু পরিচালনার জন্য একটি অভ্যর্থনা সমিতি তৈরি করা হয়েছে৷ চূণীলাল ভট্টাচার্য সভাপতি৷ ড. রমাপ্রসাদ বিশ্বাস কার্যবাহী সভাপতি৷ দুলাল মিত্রই সম্পাদক৷