AnalyticsBreaking News
সিদলি উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা ইউপিপিএল-বিপিএফ’র
গুয়াহাটি, ২১ অক্টোবর : বিপিএফ এবং ইউপিপিএল সিদলি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য তাদের প্রার্থী ঘোষণা করেছে। ১৬ নং নিসিমা পরিষদীয় কেন্দ্রের প্রাক্তন পারিষদ তথা চিরাং জেলা ইউপিপিএল সভাপতি নির্মল কুমার ব্রহ্মকে ইউপিপিএল দলের প্রার্থী হিসেবে সোমবার ঘোষণা করা হয়। চিরাং জেলার কাশিকোত্রায় এনডিএ মিত্রজোটের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে বিজেপি, অগপ এবং দলীয় নেতৃত্বের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইউপিপিএলের সাধারণ সম্পাদক রাজু কুমার নারজারি।
নির্মল কুমার ব্রহ্মকে ইউপিপিএল তথা মিত্র জোটের প্রার্থী ঘোষণার পর কাশিকোত্রায় দীপাবলির পরিবেশ তৈরি হয়। আতশবাজি ও ফুলের বর্ষণে প্রার্থীকে স্বাগত জানানো হয়। উপস্থিত মিত্রজোটের নেতা-কর্মীরা তাঁকে উষ্ণ স্বাগত জানান এবং মঙ্গল কামনা করেন।
আগামী ২৪ অক্টোবর জোটের শীর্ষ নেতাদের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেবেন নির্মল কুমার ব্রহ্মা। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা কালীপূজার পরে সিদলি বিধানসভা কেন্দ্রের মিত্রজোট এবং ইউপিপিএল প্রার্থী নির্মল কুমার ব্রহ্মর পক্ষে প্রচার করবেন।
অন্যদিকে বিপিএফ সোমবার সিদলি বিধানসভা উপনির্বাচনের জন্য তাদের প্রার্থী ঘোষণা করেছে। চিরাং জেলা কার্যালয়ে প্রার্থীর নাম ঘোষণা করেন বিপিএফ সভাপতি হাগ্রামা মহিলারি। বিপিএফ দলের উপ সভাপতি শুদ্ধ কুমার বসুমতারিকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। প্রার্থী ঘোষণা করে হাগ্রামা মহিলারি বলেন, সিদলি বিধানসভা কেন্দ্রে বিপিএফ ৮২ হাজার ভোটের ব্যবধানে জয়ী হবে।